Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশু শিক্ষা কেন্দ্রসমূহের সহায়িকাগণের ইউনিয়নের পক্ষ থেকে ৭ দফা দাবীদাওয়া র ভিত্তিতে ডেপুটেশন

কাঁথি পৌরসভা এলাকার  শিশু শিক্ষা কেন্দ্রসমূহের সহায়িকাগণের ইউনিয়নের পক্ষ থেকে ৭ দফা দাবীদাওয়া র ভিত্তিতে অাজ ফের কাঁথি পৌরসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ইত…

 





কাঁথি পৌরসভা এলাকার  শিশু শিক্ষা কেন্দ্রসমূহের সহায়িকাগণের ইউনিয়নের পক্ষ থেকে ৭ দফা দাবীদাওয়া র ভিত্তিতে অাজ ফের কাঁথি পৌরসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ইতিপূর্বে গত ২৯ শে জুন একই দাবীদাওয়া র ভিত্তিতে পৌর প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি  কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কাঁথি পৌরসভায় ২০ টি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ও অনুমোদিত ৮০ টি সহায়িকা পদ রয়েছে। বর্তমানে কর্মরত সহায়িকা র সংখ্যা ৭৪ জন।কাঁথি পৌরসভার নিজশ্ব বোঝাপড়ায় মোট ৮০ জন সহায়িকা ভাতা ভাগাভাগি করে পেয়ে থাকেন। অবশ্য অনেকের নিয়োগপত্র বা যোগদানের অনুমোদিত পত্র নেই।গত ১/৪/১৯ তারিখ থেকে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা দের মাসিক ভাতা ৫৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০০০ টাকা।সহায়িকা গণ অবশ্য বর্তমানে বর্ধিত হারে মাসিক ভাতা পাচ্ছেন। প্রত্যেক সহায়িকার বকেয়া ভাতা ৭৪ হাজার টাকা হিসাবে ৭৪ জন সহায়িকাগনের প্রাপ্য প্রায় ৫৬ লক্ষ টাকা র অধিক। রাজ্য সরকার ইতিমধ্যেই সহায়িকা গণের প্রাপ্য টাকা সমস্ত ব্লক ও পৌরসভায় বরাদ্দ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পৌরসভা ব্যতিরেকে সমস্ত পৌরসভা ও ব্লকের সহায়িকাগণ বকেয়া ভাতা পেয়ে যাওয়ায় কাঁথি শহরের সহায়িকা গণের ক্ষোভ চরমে উঠেছে।উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষে অাজ সহায়িকাগন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। মামুদ হোসেন সহায়িকা গণের বকেয়া ভাতা প্রদান সহ নিয়োগ ও যোগদান পত্র প্রদান ও পরিকাঠামো গত সমস্যা সমাধানের অাশ্বাস দিয়েছেন।

No comments