Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই যুগল দম্পতি ব্যক্তিত্বদের চেনেন ?

হ্যাঁ, এঁরা হলেন বিশ্ববিখ্যাত তিরন্দাজ.... ভারতবর্ষের গর্ব কলকাতার বরানগরের ছেলে অতনু দাস(বিশ্ব রাঙ্কিং-এ এই মুহূর্তে 17নং)এবং ঝাড়খণ্ডের রাঁচির মেয়ে দীপিকা কুমারী মাহাত(বিশ্ব রাঙ্কিং-এ এই মুহূর্তে 1নং)।ভারতবর্ষের খেলাধুলার ইতিহাস…

 






হ্যাঁ, এঁরা হলেন বিশ্ববিখ্যাত তিরন্দাজ.... ভারতবর্ষের গর্ব কলকাতার বরানগরের ছেলে অতনু দাস(বিশ্ব রাঙ্কিং-এ এই মুহূর্তে 17নং)এবং ঝাড়খণ্ডের রাঁচির মেয়ে দীপিকা কুমারী মাহাত(বিশ্ব রাঙ্কিং-এ এই মুহূর্তে 1নং)।

ভারতবর্ষের খেলাধুলার ইতিহাসে এই প্রথম একই ইভেন্টে দম্পতি হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলাধুলার প্রতিযোগিতা অলিম্পিকে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছেন এই দম্পতি । এর আগে একবারই মাত্র দম্পতি হিসেবে 1972 সালে ভারতের হয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন এক যুগল । তাঁরা হলেন জেনিফার(বাস্কেট বল)& ভেস পেজ(হকি)। ভেস পেজ নামটা চেনা চেনা লাগছে কি ? হ্যাঁ ঠিকই ধরেছেন, ইনি বিখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের বাবা । দম্পতি হিসেবে প্রথম বার হলেও তাঁরা কিন্তু একই ইভেন্টে ছিলেন না । সেই দিক দিয়ে বরানগরের অতনু & রাঁচির দীপিকাই হলেন দম্পতি হিসেবে ভারতের ইতিহাসে প্রথম........ 

এবারের টোকিও অলিম্পিকে দীপিকা/অতনু সহ দেশের শ্রেষ্ঠ 126 জন(এটাও একটা রেকর্ড । অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণকারী এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা এটি) ক্রীড়াবিদকে জানাই অভিনন্দন এবং কামনাকরি তাঁদের সাফল্য ...

কলেক্টেড- উইকিপেডিয়া


No comments