Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএম এস প্রতিস্ঠা দিবসে রক্তদান শিবির চারা গাছ বিতরণ কর্মসূচী

ভারতীয় মজদুর সংঘ ১৯৫৫ সালে২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে দেখতে প্রায৬৫ বছর অতিক্রম করে ৬৬ তম বর্ষে পদার্পণ করল। সারা হলদিয়া জুড়ে বিএমএস শ্রমিক সংগঠন ইউনিট করার জন্য সর্বোদা আন্দোলনে যুক্ত আছেন প্রদীপ বিজলী। শ্রমিক সংগঠনের …

 





ভারতীয় মজদুর সংঘ ১৯৫৫ সালে২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে দেখতে প্রায৬৫ বছর অতিক্রম করে ৬৬ তম বর্ষে পদার্পণ করল। সারা হলদিয়া জুড়ে বিএমএস শ্রমিক সংগঠন ইউনিট করার জন্য সর্বোদা আন্দোলনে যুক্ত আছেন প্রদীপ বিজলী। শ্রমিক সংগঠনের অরাজনৈতিক দল বলে জানালেন কলকাতা হলদিয়া পোর্ট ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক ও  রাজ্য ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি প্রদীপ বিজলী। বিএম এস শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস রক্তদান শিবির চারা গাছ রোপন এবং বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোভিড বিধি মেনে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির উদ্বোধন করেন সান্তনু কুমার মুখার্জি  ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠনের পর্যবেক্ষক গণেশ মিশ্র, এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ কলকাতা হলদিয়া পোর্ট ইউনিয়নের কার্যকরী সভাপতি ধর্মেজয় সিং এবং চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা সদন এর কর্ণধার টুলু রানী বিশ্বাস, হলদিয়া বিধানসভার বিধায়ক তাপিসী মন্ডল। হলদিয়া পোট ভারতীয় মজদুর সংঘের সদস্য সদস্য বৃন্দ। সভায় সঞ্চালনা করেন ভারতীয় মজদুর সংঘ বি এম এস পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতি অভিষেক মাল  উদ্যোক্তা প্রদীপ বিজলী বললেন সারা হলদিয়া জুড়ে পেট্রোকেমিক্যাল, হুগলি মেটকো,  এবং ক্লোরাইড এ আমাদের সংগঠন বৃদ্ধি পেয়েছে। হলদিয়া বন্দরে আমাদের সংগঠনে উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। তিনি বলেন গত ৩৪ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার আমাদের সংগঠন কে বাড়তে দেয়নি এবং গত ১০ বছর তৃণমূল কংগ্রেস সরকার আমাদে সংগঠনের বিস্তার করতে দেয়নি কিন্তু শ্রমিকদের মধ্যে বিএমএস রয়েছ হৃদয়ে।  সংগঠনের বার্তা প্রত্যেকটি শ্রমিকের মধ্যে রয়েছেন। তারই ফলশ্রুতি হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে জয়লাভ করেছেন। আগামী দিনের শিল্পশহর হলদিয়া বিভিন্ন কারখানার গেটে  আমাদের সংগঠনের উদ্যোগে চার্টার্ড বিমান সহ শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আমরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।আজকে রক্তদান শিবিরে প্রায় ৭০ জন শ্রমিক রক্ত দিলেন ।রক্ত সংগ্রহ করলেন থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়িয়ে কাজ করছেন চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা সদন।


No comments