Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বীজ সংরক্ষণ করুন -আরিফ ইকবাল খান

ডাস্টবিনে ফেলার আগে একবার ভাবুন। বীজ ধুয়ে শুকিয়ে রোদে দিলেই খট খটে হয়ে যায়।বাড়ির ছোট দের শেখানোর সময় এসেছে বীজ এর গুরুত্ব। প্লাস্টিক বন্দি গার্বেজ এর গাড়িতে তুলে দেওয়ার আগে আলাদা করা দরকার এই বীজ ।বলবেন ,আম গাছ কলমের পাওয…

 





ডাস্টবিনে ফেলার আগে একবার ভাবুন। বীজ ধুয়ে শুকিয়ে রোদে দিলেই খট খটে হয়ে যায়।বাড়ির ছোট দের শেখানোর সময় এসেছে বীজ এর গুরুত্ব। প্লাস্টিক বন্দি গার্বেজ এর গাড়িতে তুলে দেওয়ার আগে আলাদা করা দরকার এই বীজ ।বলবেন ,আম গাছ কলমের পাওয়া যায়। দ্রুত ফল দেয়। ঠিকই। কিন্তু বীজ থেকে তৈরি গাছের জীবনী শক্তি অনেক বেশি। এই ধরনের গাছ বৃক্ষের আকার নেয়। লড়াই করে টিকে থাকার শক্তি অনেক বেশি। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য দরকার বীজ থেকে তৈরি গাছ। শুধু ফল নয় আম গাছ ছায়া ও বহু পশু ও পাখির প্রিয়।।আছে এমন বীজ ?এসব ভাবতে হচ্ছে কারন জলবায়ু পরিবর্তন সুনামির মত আসছে। ইউরোপ পুড়িয়ে দিয়ে এবার আমাদের দেশে। উষ্ণ পৃথিবী মানে কোটি কোটি শ্রম ঘন্টা নষ্ট। উষ্ণ পৃথিবী মানে ফসল শেষ হয়ে যাওয়া। উষ্ণ পৃথিবী মানে দুর্বৃত্ত জীবাণুদের শক্তি বাড়িয়ে ফিরে আসা। একে প্রতিরোধের জাদু দণ্ড এই বীজ। সময় নিলেও এটাই একমাত্র ভ্যাকসিন।

No comments