Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছর ঘুরতে না ঘুরতেই আবারো শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি সভাপতি বদল

দল বিরোধী কাজের জন্য বিধানসভার নির্বাচন প্রক্রিয়া চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন মহাপাত্র শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর(লালু) জানা কে  দল থেকে সাসপেন্ড করেন।গত ১১ এপ্রিলে তমলুকে মহকুমা শাসকের কাছে শ…

 






 দল বিরোধী কাজের জন্য বিধানসভার নির্বাচন প্রক্রিয়া চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন মহাপাত্র শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর(লালু) জানা কে  দল থেকে সাসপেন্ড করেন।গত ১১ এপ্রিলে তমলুকে মহকুমা শাসকের কাছে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রায় 25 জন সদস্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তমলুক মহাকুমার  শাসকের  কাছে জমা দেন।বিধানসভা নির্বাচনের তমলুক বিধানসভা তৃণমূল দখল করেন। এর পরেই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্যরা গত ১১ মে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির দিবাকর জানার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। আজ শহীদ মাতঙ্গিনী ব্লকে  নবনিযুক্ত সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলে। পঞ্চায়েত সমিতির ২৫ জন সদস্য সভাপতি হিসেবে পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ হাজরা কে মনোনীত করেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজেশ হাজরা নেতৃত্বে কাজ করতে চান পঞ্চায়েত সমিতির সদস্যরা এমনই জানান। সব মিলিয়ে গত পাঁচ বছরে তিনজন পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক পেলেন।

No comments