Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানীয় জল হলদিয়া পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিলেন

টিউবওয়েলে  পড়ছে নোনা  দূষিত জল , পৌরসভার দেওয়া এক ট্রাংক জলে সামান্য টুকু চাহিদা মেটে বাসিন্দাদের । ফলে তীব্র জলসংকটে হলদিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড  ।   ইয়াসের প্রবল জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল এলাকার বেশকয়েকটি  পানীয়জলের টিউব …

 





টিউবওয়েলে  পড়ছে নোনা  দূষিত জল , পৌরসভার দেওয়া এক ট্রাংক জলে সামান্য টুকু চাহিদা মেটে বাসিন্দাদের । ফলে তীব্র জলসংকটে হলদিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড  ।   ইয়াসের প্রবল জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল এলাকার বেশকয়েকটি  পানীয়জলের টিউব ওয়েল । বর্তমানে সেই টিউবওয়েলর জল নোনা, যা খাওয়াতো দুরের কথা ব্যবহার করারও অযোগ্য । এরকম অবস্থায় পুরসভা থেকে ১০০০ লিটারের এক ট্রাংক জল ওই এলাকার বাসিন্দাদের দেওয়া হলেও সেই জল এলাকার মানুষের  প্রয়োজনের থেকে অনেকটাই কম। ফলে ব্যপক পানীয়জল  সমস্যায় হলদিয়া পৌরসভার ২১ নং ওয়াড এর বাসিন্দারা ।  নদীর জল কমলেও নোনা জল ঢুকে খারাপ হয়েছে টিউবওয়েল। ফলে পানীয়জল না পাওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য   পৌরসভা থেকে জলের গাড়ি এলেও তা পর্যাপ্ত নয়। ত্রাণ শিবিরে খাওয়ার পাওয়া গেলেও জল মেলা ভার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ  এলাকায় টিউবওয়েল যেটা ছিলো সেটা থেকে দূষিত জল পড়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা । অপরদিকে পৌরসভার জল পর্যাপ্ত নয় তাই অনেককেই কিনে খেতে হচ্ছে পানীয়জল। এ নিয়ে পৌরসভার  চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল জানান   টিউবওয়েলে সমস্যার কথা শুনে ওই এলাকায়   পৌরসভা থেকে সাধ্যমতো জল  পৌঁছানো হচ্ছে ।  এলাকার টিউব ওয়েল সারিয়ে মানুষকে  চাহিদামতো জল পৌঁছানোর জন্য আরও দু থেকে তিন দিন সময় লাগবে ।  ইয়াস পরবর্তী পানীয়  জলের যন্ত্রণা বেশ কিছুদিন কাটিয়ে আসার পরও  এখনও  কয়েকদিন এই ভোগান্তির শিকার হতে হবে হলদিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের । সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন হলদিয়া পৌরসভার   চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল  ।

No comments