Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিতীর্ষু পত্রিকার উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরন

যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় জলমগ্ন। হলদিয়া বিধানসভা এলাকায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল অন্তর্গত  বিভিন্ন এলাকায় ।হলদিয়া পৌরসভার ৭ ও ২১এবং ২২ নম্বর ওয়ার্ডে ম…

 




যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় জলমগ্ন। হলদিয়া বিধানসভা এলাকায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল অন্তর্গত  বিভিন্ন এলাকায় ।হলদিয়া পৌরসভার ৭ ও ২১এবং ২২ নম্বর ওয়ার্ডে মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন ।স্বেচ্ছাসেবী সংস্থা বন্যাদুর্গতদের  শুকনো ও রান্না খাবার তুলে দিয়েছিলেন ।জল কমেছে মানুষ বাড়ি ফিরবে তাদের জন্য শুকনো খাবার এবং ত্রিপল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তুলে দিচ্ছেন।তিতীর্ষু পত্রিকার উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরন করা হল।জেলার বিভিন্ন কলেজের একদল ছাত্র -ছাত্রীরা নিজেদের অর্থে ত্রাণ তুলে দেন।আজ  বৈষ্ণব চক প্রাঃ বিদ্যালয়ে প্রাঙ্গণে এই ত্রাণ নিতে হাজির হন ১৩৫ জন অসহায় মানুষ। বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে হৈমবতী দাস,   সৌভিক গায়েন, সুমিত পাল, রাজকুমার   মণ্ডল,মহিষাদল রাজ কলেজ থেকে তরুণ বেরা,মহাদেব পাল,সেন্ট থমাস(কলকাতা) থেকে সুমন কল্যান দাস, ডায়মন্ড হারবার ওম্যান্স ইউনিভার্সিটি  থেকে স্বাথী পাল এই ত্রাণ তুলে দেন।চাল,ডাল, মুড়ি,বিস্কুট, সোয়াবিন,আলু,জলের বোতল পেয়ে দুর্গত মানুষজন খুব খুশি। মূলত ছাত্রী   হৈমবতী দাসের উদ্যোগ আর তিতীর্ষু পত্রিকার আয়োজনে কলেজের ছাত্র - ছাত্রীরা গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ান।উপস্থিত ছিলেন তিতীর্ষু পত্রিকার সম্পাদক শিক্ষক চন্দন দাস, সমাজসেবক মথুর পাত্র,প্রনব ঘোড়ই,প্রশান্ত দাস প্রমুখ। ত্রাণ পেয়ে কলেজ ছাত্র -ছাত্রীদের এবং তিতীর্ষু পত্রিকাকে শুভেচ্ছা জানান।

No comments