বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃত ২৭ জন । হুগলি জেলায় ৯ , মুর্শিদাবাদ জেলা ১০ , পূর্ব বর্ধমান ১, পশ্চিম মেদিনীপুর ২ , পূর্ব মেদিনীপুর ২ , নদীয়া ১ , বাঁকুড়া ২ জনের মৃত্যু হয়েছে । হঠাৎ ঝড় এবং বজ্রপাতের ফলে এত জনের প্রাণ চলে গিয়েছে । …
বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃত ২৭ জন । হুগলি জেলায় ৯ , মুর্শিদাবাদ জেলা ১০ , পূর্ব বর্ধমান ১, পশ্চিম মেদিনীপুর ২ , পূর্ব মেদিনীপুর ২ , নদীয়া ১ , বাঁকুড়া ২ জনের মৃত্যু হয়েছে । হঠাৎ ঝড় এবং বজ্রপাতের ফলে এত জনের প্রাণ চলে গিয়েছে । কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রত্যেক মৃতদের জন্য ২ লক্ষ করে এবং কেন্দ্রীয় সরকার আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার টাকা সাহায্যের জন্য ঘোষণা করেছেন । প্রতিবছর বজ্রাঘাতে বহু মানুষের প্রাণ চলে যায় । বজ্র পাতের সময় আগাম সতর্কতামূলক কি পদ্ধতি অবলম্বন করলে মানুষের প্রাণ কে রক্ষা করা যায় সৈজন্য মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট করে উদ্যোগ গ্রহণ করা জন্য সরকারের কাছে আবেদন করছি ।
No comments