Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রজলালচক গান্ধী মার্কেট আয়োজনে রক্তদান শিবির

গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির।রক্ত মানবদেহের একটি অপরিহার্য উপাদান । রক্ত মানবদেহে সঞ্জীবনী শক্তি দান করে এবং জীবনধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে । কোনো রোগভোগের কারণে বা দুর্ঘটনা ঘটলে দেহ থেকে প্রচুর রক্ত…

 




গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির।রক্ত মানবদেহের একটি অপরিহার্য উপাদান । রক্ত মানবদেহে সঞ্জীবনী শক্তি দান করে এবং জীবনধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে । কোনো রোগভোগের কারণে বা দুর্ঘটনা ঘটলে দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হলে শরীরে রক্তের ঘাটতি পড়ে । সেই ঘাটতি পূরণের জন্য রক্তের প্রয়োজন হয় । মানবদেহে অন্য কোনো প্রাণীর রক্ত দেওয়া যায় না এবং কোনো রাসায়নিক পদ্ধতিতে রক্ত তৈরীও করা যায় না । মানুষের রক্তই মানবদেহে সঞ্চারিত করতে হয় । তাই রক্তের প্রয়োজনে মানুষ মানুষের কাছেই ছুটে আসে । সতেজ ও বিশুদ্ধ রক্তের ছোঁয়ায় মুমূর্ষু মানুষ প্রাণ ফিরে পায় । কোভিড 19 সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছে ।দ্বিতীয় ঢেউ এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সামাজিক দূরত্ব মেনে রক্তদান শিবির করা দরকার ।এরপরে তৃতীয় ঢেউ আসবে জানা যায় শিশুরা বেশি আক্রান্ত হবে সে কথা মাথায় রেখেই সরকার বাহাদুর কে তার সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া দরকার বললেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ সুজন কুমার বালা।দ্বিতীয় ঢেউ এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সামাজিক দূরত্ব মেনে রক্তদান শিবির করা দরকার । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবির করছেন।  ব্লাড ব্যাংক এ রক্তের চাহিদা মেটানোর জন্য  উন্নয়ন ব্লক ব্রজলাল চক গান্ধী মার্কেট বাজার কমিটি উদ্যোগে নিলেন। রক্তের চাহিদা মেটাতে তারা ও রক্তদান শিবির করবেন তাই বাজারের সমস্ত দোকানদার পরিবার লোকেরাই আজকের রক্তদান করলেন। বললেন হলদিয়া উন্নয়ন ব্লক  শিক্ষা কর্মাধক্ষ্য ও গান্ধী মার্কেট  কমিটির সভাপতি আলোক রঞ্জন দাস । রক্তদান শিবিরের উদ্যোক্তা আশীষ বোয়াল জানালেন আজকের এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্ত দান করবেন রক্ত গ্রহণ করছেন চৈতন্যপুর রামকৃষ্ণ মিশন। রক্তদাতা এবং শিবিরের কর্মকর্তা জয়ন্ত মাইতি বললেন covid-19 এবং থালাসেমিয়া গর্ভবতী মায়েদের এবং সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হয়। সে কথা মাথায় রেখেই ব্রজলালচক গান্ধী মার্কেট এই রক্তদান শিবির আয়োজন করেছে। আগামী দিনে আমরা এই ধরনের শিবির আয়োজন করব । উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ সুজন কুমার বালা, চকদীপা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শীতল কুমার বিশ্বাস, হলদিয়া উন্নয়ন ব্লক শিক্ষা কর্মাধক্ষ্য প্রাক্তন সহশিক্ষক আলোক রঞ্জন দাস প্রমুখ।


No comments