দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিও বজ্রপাত হয়। রাত দশটা পর্যন্ত প্রায় বজ্রপাতে মৃত্যু হল মোট ১৯ জনের। রাজ্যে এত জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন বজ্রপা…
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিও বজ্রপাত হয়। রাত দশটা পর্যন্ত প্রায় বজ্রপাতে মৃত্যু হল মোট ১৯ জনের। রাজ্যে এত জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার বর্গ কে আমরা সমবেদনা জানাই। আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক।
প্রসঙ্গত, শোক প্রকাশের পাশাপাশি নিহতদের দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা সাহায্য করা হবে। তৃণমূল সূত্রের খবর ৯ ও ১০ ই জুন বজ্রপাতে নিহত সবার বাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
No comments