Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মিৎসুবিশি কারখানা শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া শুরু হল

কভিড ১৯ সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলা তেও ছড়িয়ে পড়েছে। আগের থেকে সংক্রামক অনেকটাই কমেছে।  রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছেন কিন্তু কিছু নিয়ম বেধে দিয়েছেন ।সেই বিধি অনুযায়ী 50% শ্রমিক নিয়ে শিল্প-কলকারখানায় কাজ শুরু হয়…

 




কভিড ১৯ সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলা তেও ছড়িয়ে পড়েছে। আগের থেকে সংক্রামক অনেকটাই কমেছে।  রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছেন কিন্তু কিছু নিয়ম বেধে দিয়েছেন ।সেই বিধি অনুযায়ী 50% শ্রমিক নিয়ে শিল্প-কলকারখানায় কাজ শুরু হয়েছে।রাজ্যজুড়ে কোভিড সংক্রামন কমাতে রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করে রেখেছে।  কোভিড আক্রান্তের সংখ্যাও অনেক কমেছে। করোনাভাইরাস কে প্রতিরোধ করার জন্য  করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটা শিল্প ক্ষেত্রে শ্রমিকদের ভ্যাক্সিনেশন করতে হবে। আর সেই নির্দেশ মতোই হলদিয়া শিল্পাঞ্চল মিৎসুবিশি কারখানায় শ্রমিকদের আজ ভ্যাক্সিনেশন করা শুরু হলো। তিন দিন ধরে এই ভ্যাক্সিনেশন ধিরে ধিরে চলবে বলে জানা যায়। কারখানার শ্রমিকরা সামাজিক দূরত্ব অনুযায়ী দাঁড়িয়ে কারখানার ভেতরে ধীরে ধীরে ভ্যাকসিন নিচ্ছেন। উপস্থিত ছিলেন কারখানার আধিকারিক , লেবার কমিশনের আধিকারিক ও ট্রেড ইউনিয়নের কর্তৃপক্ষ। মিৎসুবিশি কারখানা কর্তৃপক্ষ অনন্ত চরণ মিশ্র বলেন, কারখানার মধ্যে স্থায়ী এবং কন্টাক চুয়াল  মিলে তেরোশো শ্রমিক কাজ করে। বেশিরভাগ শ্রমিকের ভ্যাক্সিনেশন কমপ্লিট হয়ে গেছে। আর যাদের বাকি রয়েছে আগামী তিন দিন ধরে ভ্যাক্সিনেশন চলবে। জেলা আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি মিলন মন্ডল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে হলদিয়ার বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের  ধীরে ধীরে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়েছে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে দাবি করছি শুধু কারখানার শ্রমিক নয় কারখানার শ্রমিক পরিবারদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। এবং সিএসআর টাকায় এলাকার  মানুষদের ক্যাম্প করে ভ্যাকসিন দিতে হবে।


No comments