Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিছিয়ে গেল নন্দীগ্রাম ভোট পুনর্গণনার মামলার শুনানি

নন্দীগ্রামের ভোটের ফলাফল সংক্রান্ত মামলায় শুনানি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে, জানা গিয়েছে এমনটাই।নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার এই অভিযোগ সামনে রেখে শুভে…

 






 নন্দীগ্রামের ভোটের ফলাফল সংক্রান্ত মামলায় শুনানি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে, জানা গিয়েছে এমনটাই।নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার এই অভিযোগ সামনে রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে এই মামলা ওঠে। হাইকোর্ট এই মামলাটি গ্রহণ করে।

কিন্তু বিভিন্ন পক্ষকে মামলায় যুক্ত করার জন্য আজকের মতো মুলতুবি করা হয় মামলাটি। এদিন বিচারপতি কৌশিক চন্দ বলেন, 'ইলেকশন পিটিশনের শুনানির সময় থাকতে হয় মামলাকারীকে।' এক্ষেত্রে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে আদালতে উপস্থিত থাকতে হত। কিন্তু তিনি উপস্থিত না থাকায় তাঁর আইনজীবীর থেকে জবাব চান বিচারপতি। তাঁর আইনজীবী গোপাল মুখোপাধ্যায় জানান, যা নিয়ম রয়েছে তা পালন করা হবে। এরপরেই প্রশ্ন উঠছে তবে কি নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানিতে আদালতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে!প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। দাদা বনাম দিদির লড়াইয়ের দিকে নজর ছিল গোটা দেশের।রাজ্যজুড়ে BJP-র ভরাডুবি হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের ব্যবধান ছিল অতি সামান্য। এরপরেই তাঁর বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছিলেন, 'কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।' সেইমতো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শুক্রবার এই মামলার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, তিনি আদলতে গিয়েছেন। আমরাও একাধিক বিষয়ে আদালতে যাব। কারচুপির অভিযোগ আনলেও এটাই সত্যি যে উনি হেরেছেন। তাই অন্য জায়গা থেকে ভোটে লড়াই করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।'

No comments