Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবে আগের মহিমায় ফিরবে দিঘা, চিন্তায় ভ্রমণ পিপাসুরা

করোনা  আবহের কারণে রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ ঘোষনা করায় এখনো বন্ধ রয়েছে লোকাল ট্রেন ও বাস চলাচল। কিন্তু ভ্রমণ পিপাসু মানুষরা সবকিছু উপেক্ষা করেই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দিঘা সুন্দরীতে। যদিও বিধিনিষেধ …

 






করোনা  আবহের কারণে রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ ঘোষনা করায় এখনো বন্ধ রয়েছে লোকাল ট্রেন ও বাস চলাচল। কিন্তু ভ্রমণ পিপাসু মানুষরা সবকিছু উপেক্ষা করেই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দিঘা সুন্দরীতে। যদিও বিধিনিষেধ থাকার ফলে দীঘা সুন্দরীতে দেখা গেল হাতে গোনা মাত্র কয়েকজন পর্যটককে, সেই সমস্ত পর্যটকরাও দীঘা সুন্দরীর এই রূপ দেখে মনটা খুবই ভারাক্রান্ত এমনটাই জানাচ্ছেন ।

প্রসঙ্গত মে মাসের ২৬ তারিখে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে প্রবল জলোচ্ছ্বাসে দিঘা উপকূলের উপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ।  তার ফলে একপ্রকার দিঘা সুন্দরী ধ্বংসাবশেষে  পরিণত হয়েছিল। ভেঙে গিয়েছে সমুদ্র পাড়ের গাড়োয়াল থেকে শুরু করে সমুদ্র পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলোতে গড়ে ওঠা একাধিক দোকানপাট এবং সমুদ্র পার্শ্ববর্তী সৌন্দর্যায়ন । করোনায় বিধিনিষেধ থাকার ফলে এমনিতে পর্যটন শূন্য অন্যদিকে দোকানপাট ভেঙ্গে যাওয়ার ফলে দীঘা এখন প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে। এই অবস্থায় দিঘাতে আসা হাতেগোনা মাত্র দু একজন পর্যটক এসেছেন তারা জানাচ্ছেন দিঘাতে যাতে খুব তাড়াতাড়ি সবকিছু পুনর্নির্মাণ করে আবারো আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। যদিও দীঘা পার্শ্ববর্তী সমুদ্র পাড়ে কিছু এলাকায় ঘুরে দেখলে দেখা যায় সরকারি উদ্যোগে শুরু হয়েছে পুনঃনির্মাণের কাজকর্ম। ফলে আশা করা যায় দ্রুত আগের মহিমায় ফিরে পাবে দিঘাকে।।

No comments