Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামের স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিন

সারা দেশেই এখন কোভিড ভ্যাকসিন নিয়ে রীতিমতো তোলপাড়।কারন,ভ্যানসিন কবে মিলবে?বা কিভাবে মিলবে!তা নিয়ে রীতিমতো হতাশ ছিল রাজ‍্যবাসী।তবে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামের স্থানীয় একটি ক্লাব।আজ…

 








সারা দেশেই এখন কোভিড ভ্যাকসিন নিয়ে রীতিমতো তোলপাড়।কারন,ভ্যানসিন কবে মিলবে?

বা কিভাবে মিলবে!তা নিয়ে রীতিমতো হতাশ ছিল রাজ‍্যবাসী।তবে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামের স্থানীয় একটি ক্লাব।আজ থেকে "দুয়ারে ভ্যাকসিন" কর্মসূচী গ্রহন করা হল।তবে এই উদ্যোগ যৌথ ভাবে গ্রহন করছে ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন ও ভোগপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি।ভোগপুর হাইস্কুল সভাকক্ষে আয়োজিত হয় দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী।এর মাধ্যমে এলাকার ১৮ থেকে ৪৫ বছরের ২১৭ জন কে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়।এই কর্মসূচীতে ক্লাবের তত্বাবধানে যেমন সুষ্ঠভাবে সম্পন্ন হল।তেমনি ভ্যাকসিন দেওয়ার ব্যপারে সহযোগিতা করলো স্বাস্থ্যদপ্তর।এদিন স্বাস্থ্য দপ্তরের কর্মীরাই ভ্যাকসিন দিতে সহযোগিতা করেন।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোলাঘাট পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী।জানিয়েছেন স্থানীয় ক্লাবের সহযোগীতায় এমন অবিনব ভ্যাকসিনেশনের ক্যাম্প রীতিমতোই প্রশংশার যোগ্য।ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে এলাকা থেকে স্বাস্থ্যদপ্তরের কাছে ২০০০ মানুষের জন্য নাম নথিভুক্ত করা হয়েছে।আগামীদিন ব্লক স্বাস্থ্য অধিকর্তার নিয়ম মেনেই কাজ করা হবে।সম্পর্ণ কোভিড বিধি মেনেই করা হয়েছে এই কোভিড ভ্যাকসিন ক্যাম্প।

No comments