পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভ্যাকসিন নিয়ে উত্তেজনা। কত বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে সেই নোটিস বিভ্রাট নিয়ে উত্তেজনা। তমলুক থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টায়। জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলে ভ্যাকসিনেশন এর কাজ …
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভ্যাকসিন নিয়ে উত্তেজনা। কত বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে সেই নোটিস বিভ্রাট নিয়ে উত্তেজনা। তমলুক থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টায়। জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলে ভ্যাকসিনেশন এর কাজ চলছে। গত দিন ভাকসিনেসন সেন্টার এর বাইরে নোটিশ দেখা হয় ৪৫ বছরের উর্ধে ভ্যাকসিন দেওয়া হবে। আজকের জন্য কোনো নোটিস না থাকায় মধ্য রাত থেকে ১৮ বছর থেকে সবাই লাইন দেয়। কিন্তু সেন্টার খোলার পর জানানো হয় শুধুমাত্র ৪৫ বছরের উর্ধে ভাকসিনেসন হবে। এরপর ই শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে তমলুক থানার পুলিশ এলে দফায় দফায় চলে উত্তেজনা। বর্তমানে হাসপাতালে কর্তৃপক্ষ আপাতত সবাইকে লাইন এ দাঁড়াতে আশ্বস্ত করলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ভাকসিনেসন লাইন এ নেই কোনো সামাজিক দূরত্ব। আর এই বিষয়ে কোনো মাথাব্যথাও নেই প্রশাসন এর।
No comments