Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চন্ডীপুর পটুয়া সমিতির কার্যালয়ে রক্তদান শিবির

মেদিনীপুর করোনা পরিস্থিতিতে  পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে রক্তের সংকট ।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের হবিচক নানকারচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতি, স্বেচ্ছাসেবী সংস্থা ‘চলো পাল্টাই&…

 




 



 মেদিনীপুর করোনা পরিস্থিতিতে  পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে রক্তের সংকট ।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের হবিচক নানকারচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতি, স্বেচ্ছাসেবী সংস্থা ‘চলো পাল্টাই' ও চণ্ডীপুরের রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে পটুয়া সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।সকালে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রক্তদানের প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তব্য রাখেন পটুয়া সমিতির সম্পাদক আবেদ চিত্রকর, ‘চলো পাল্টাই' এর পক্ষ থেকে শিক্ষক অরুণাংশু প্রধান, রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে সম্পাদক শিক্ষক প্রতীক জানা,চলো পাল্টাই এর মধুসূদন পড়ুয়া প্রমুখ। এদিন রক্তদান শিবিরে ১৩ জন মহিলা রক্তদাতা সহ মোট ৩৪ জন রক্ত দান করেন।নন্দীগ্রাম ব্লাড ব্যাংকের সহায়তায় রক্ত সংগৃহীত হয়। রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে ফল গাছের চারা উপহার দেওয়া হয়। শিবিরে অন্যান্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মন্ডল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘চলো পাল্টাই' - এর পক্ষ থেকে প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান ও মধুসূদন পড়ুয়া বলেন, “আমরা সারা বছর ধরে মানুষের রক্তের প্রয়োজনীয়তা মেটানোর জন্য কাজ করে চলেছি। আগামী দিনেও রক্তের প্রয়োজনে মানুষের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ রয়েছি।" এদিনের শিবিরে পটশিল্পীরা পটের গান পরিবেশন করেন।

No comments