Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজের অভিযানের উদ্যোগে গাছে কলম বাধা কাজ

গতবছর আম্ফানের ঘূর্ণিঝড়ে বহু গাছ নষ্ট হয়েছিল। হলদিয়া শিল্প শহরে কয়েক লক্ষ গাছ ভেঙে পড়েছিল। কিন্তু সে ধরনের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়নি। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এখনো গাছ লাগানোর কর্মসূচি অনবগত চালিয়ে যাচ্ছেন। ত…

 




গতবছর আম্ফানের ঘূর্ণিঝড়ে বহু গাছ নষ্ট হয়েছিল। হলদিয়া শিল্প শহরে কয়েক লক্ষ গাছ ভেঙে পড়েছিল। কিন্তু সে ধরনের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়নি। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এখনো গাছ লাগানোর কর্মসূচি অনবগত চালিয়ে যাচ্ছেন। তারই মধ্যে যশ এবং বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে বহু এলাকা জলমগ্ন হয়েছিল। বহু গাছ নষ্ট হয়েছে জলেতে। তার জন্যই নতুন করে গাছ লাগানো এবং বড় গাছ থেকে কলম কেটে গাছ তৈরি করার উদ্যোগ নিয়েছেন সবুজের অভিযান।গত কয়েকদিন ধরে কলম তৈরির কাজ চলছে। কলম তৈরির কাজে এগিয়ে এসেছেন ;  সবুজের অভিযানের সদস্য চিকিৎসক ও পরিবেশ কর্মী স্বর্ণালী নস্কর , পরিবেশকর্মী তাপস জানা , পরিবেশ কর্মী ও শিক্ষক সুব্রত প্রধান । লক্ষ্য হলদিয়াতে দূষণ প্রতিরোধে গাছের সংখ্যা বাড়ানো ।

No comments