Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার বিএড কলেজের অধ্যাপক দের বেতন না হওয়ার কথা শুনে তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন

কোভিড 19 চলছে সামাজিক দূরত্ব মেনে পূর্ব মেদিনীপুর জেলা বিএড কলেজ অধ্যাপকদের অনশন শুরু হয়েছে। লকডাউন ঘোষণা সামনেই তাদের অনশন তুলে নিতে হয়েছে কিন্তু কলেজ থেকে তারা বাড়ি যাননি। এ কথা জানতে পেরে এর আগেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তা…

 




কোভিড 19 চলছে সামাজিক দূরত্ব মেনে পূর্ব মেদিনীপুর জেলা বিএড কলেজ অধ্যাপকদের অনশন শুরু হয়েছে। লকডাউন ঘোষণা সামনেই তাদের অনশন তুলে নিতে হয়েছে কিন্তু কলেজ থেকে তারা বাড়ি যাননি। এ কথা জানতে পেরে এর আগেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য আগ্রহী হয়েছিলেন। লকডাউন চলছে তাই সবকিছুই শিথিল করা হয়েছে। সেই সকল অধ্যাপকদের দুরবস্থার কথা মাথায় রেখেই তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে আজ তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন।পূর্ব মেদিনীপুর বিএড কলেজের অবস্থানরত অধ্যাপক দের সাত মাস বেতন না দেওয়ার কারণে অধ্যাপকদের অসহায় অবস্থার কথা ভেবে খাদ্য সামগ্রী নিয়ে এলেন W.B.T.S.T.A. জেলা সভাপতি মিলন কুমার পাত্র হলদিয়া মহাকুমার সভাপতি প্রদীপ ঘোড়াই , মহাকুমা কোষাধ্যক্ষ কালো বরণ দাস হলদিয়া ব্লক সভাপতি সভাপতি বিশ্বজিৎ দাস এবং অন্যান্যরা। আমরা পূর্ব মেদিনীপুর বিএড কলেজের অধ্যাপক এর তরফ থেকে তাদেরকে  প্রণান জানান।

No comments