দুর্যোগ মোকাবিলায় সহায়ক সামগ্রী বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের বড়কুমারদা শ্রীদূর্গা মিলন সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। পাশাপাশি পটাশপুর বিধানসভার নতুন বিধায়ক উত্তম …
দুর্যোগ মোকাবিলায় সহায়ক সামগ্রী বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের বড়কুমারদা শ্রীদূর্গা মিলন সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। পাশাপাশি পটাশপুর বিধানসভার নতুন বিধায়ক উত্তম বারিককে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক উত্তম বারিক, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান দিলীপ রায়, মানস রায়, মলয় রায় প্রমুখ।
No comments