Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বজ্রপাতে প্রাণ গেলো পাঁশকুড়া ও ময়না ব্লকের ২

গতকাল সন্ধ্যায় বজ্রাঘাতে  মৃত্যু হল পাঁশকুড়ার এক তরুণ যুবক সহ ময়নার এক গৃহবধূর।পাঁশকুড়া ব্লকের মাইসোরা অঞ্চলের রাজশহর গ্রামের বছর ২৪ এর যুবক গৌরাঙ্গ মাঝি, ভিন রাজ্যে সোনার কাজ করতেন। লকডাউন এর কাজের মন্দার কারণে পাঁশকুড়ার বাড়…

 







গতকাল সন্ধ্যায় বজ্রাঘাতে  মৃত্যু হল পাঁশকুড়ার এক তরুণ যুবক সহ ময়নার এক গৃহবধূর।পাঁশকুড়া ব্লকের মাইসোরা অঞ্চলের রাজশহর গ্রামের বছর ২৪ এর যুবক গৌরাঙ্গ মাঝি, ভিন রাজ্যে সোনার কাজ করতেন। লকডাউন এর কাজের মন্দার কারণে পাঁশকুড়ার বাড়িতে এসেছিলেন গৌরাঙ্গ। গ্রামে এসে বাবার বাদাম চাষ রক্ষণাবেক্ষণ করতো  গৌরাঙ্গ।গতকাল বাড়ির কিছুটা  দূরে মাঠে  তার বাবা জগন্নাথ মাঝির সাথে গৌরাঙ্গ একই সাথে মাঠে নষ্ট  হয়ে যাওয়া বাদাম গোছানোর কাজ করছিলেন। বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা করতে বাদাম বাড়িতে আনার সময়  বাড়ি রাস্তাতে বাজ পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এই যুবকের। গত এক মাস আগে বিবাহ হয়েছিল গৌরাঙ্গ। বিবাহ একমাস সম্পূর্ণ হওয়ার আগেই মৃত্যুর খবরে ভেঙে পড়েছে এলাকাবাসী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাশাপাশি ময়না ব্লকের গোড়া মাহাল গ্রামে শম্পা মন্ডল বছর ২৫ এর গৃহবধূ পানবোরজে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাজ পড়ে।দুই এলাকায় নেমে এসেছে শোকের

No comments