Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ত্রাণ বিতরণ করলেন পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম

ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম সাইক্লোন ইয়াস বিধ্যস্ত মানুষদের জন্য গত ৮ দিন ধরে বিভিন্ন সমাজসেবী সংগঠনের সহায়তায় মন্দারমনি ও খেজুরি উপকূলবর্তী এলাকায় প্রতিদিন ১২০০ মানুষের জন্য রান্না করা খাবার …

 




 


ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম সাইক্লোন ইয়াস বিধ্যস্ত মানুষদের জন্য গত ৮ দিন ধরে বিভিন্ন সমাজসেবী সংগঠনের সহায়তায় মন্দারমনি ও খেজুরি উপকূলবর্তী এলাকায় প্রতিদিন ১২০০ মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে।সংগঠনের প্রায় সকল কর্মী এ কাজে হাত লাগিয়েছে। সংগঠনের মান্দারমনি ইউনিটে ঝড়ের দিন থেকেই প্রায় ১০০ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে এবং তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে।আজ বেলুড় রামকৃষ্ণ মঠের সহায়তায় চন্ডিপুর রামকৃষ্ণ মঠ এর উদ্যোগে মন্দারমনি তে আমাদের সংগঠনের সহায়তায় প্রায় ১০০০ পরিবার তথা ৫০০০উপভোক্তা কে শুকনো খাবার ও ত্রিপল দেওয়া হয়। প্রতি পরিবারপিছু একটি করে ত্রিপল, এবং প্রতি উপভোক্তা পিছু ১কেজি চিড়া, ৫০০গ্রাম চিনি, ফিনাইল, ব্লিচিং পাউডার তাদের হাতে তুলে দেন চন্ডিপুর রামকৃষ্ণ মঠের মাননীয় সভাপতি স্বামী গণদেবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক বলরাম করন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসন সর্বতোভাবে সাহায্য করেন।বলরাম করণ বলেন মানুষের এই দুর্দিনে যতদিন পারবো এইভাবে কাজ চালিয়ে যাবো এবং আমাদের রান্না করা খাবার এখনও চালিয়ে চালিয়ে যেতে পারবো। মানুষের এই অবস্থা দেখে আমি খুব বিচলিত। ব্যাখ্যার কোনো ভাষা নেই। আগামী দিনে কিভাবে এই সমস্ত মানুষের কাছে দাঁড়াতে পারি তার বন্দোবস্ত করার চেষ্টা চালাচ্ছি।

No comments