Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে ভক্তসমাগম নিষিদ্ধ করে পালিত হল স্নানযাত্রা উৎসব

সনাতনী ভারতবর্ষের অন‍্যতম লোকউৎসব তথা ধর্মীয় প্রথা শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। যার সুচনা হয় স্নানযাত্রা প্রথার মাধ‍্যমে। বিশেষ পূর্জাচনার পর বিভিন্ন রীতিনীতি মেনে মহা ধূমধাম সহকারে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্র বিগ্রহ স্নান করানো হ…


 



 


সনাতনী ভারতবর্ষের অন‍্যতম লোকউৎসব তথা ধর্মীয় প্রথা শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। যার সুচনা হয় স্নানযাত্রা প্রথার মাধ‍্যমে। বিশেষ পূর্জাচনার পর বিভিন্ন রীতিনীতি মেনে মহা ধূমধাম সহকারে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্র বিগ্রহ স্নান করানো হয়। মহামারি আবহের মধ্যেই কোলাঘাট নতুন বাজার রাধামাধব মন্দিরে বিগ্রহ স্নানের মাধ্যমে স্নানযাত্রা উৎসব পালিত হয়। তবে সবকিছু আচার-প্রথা-পূর্জাচনার আয়োজন থাকলেও পরিবেশ ছিল অন‍্য বছরের তুলনায় ব‍্যাতিক্রমী। মন্দির কমিটির পক্ষে রাধেশ‍্যাম ভৌমিক জানান, -আমরা উদ্ভুত পরিস্থিতিতে ভক্ত সমাগম কঠোরভাবে নিষিদ্ধ করেছিলাম। আসন্ন রথযাত্রার ক্ষেত্রেও আমরা সবরকম সুরক্ষাবিধী মেনে যেটা করার তার উদ্যোগ নিয়েছি। আমরা ঈশ্বরের কাছে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করি।"এদিন স্নানযাত্রা উপলক্ষে প্রায় দুইশতাধিক পরিবারকে বাড়ি বাড়ি  মধ‍্যান্হের পঞ্চব‍্যাঞ্জ ও পরমান্ন সহকারে ভোগপ্রসাদ সরবরাহ করা হয়।উল্লেখ্য ,- প্রতি বছরই আরো অন‍্যান‍্য জায়গার মত কোলাঘাট রাধামাধব মন্দিরে রথযাত্রাকে কেন্দ্র করে এই স্নানযাত্রা থেকেই জাকজমক পূর্ণ অনুষ্ঠান শুরু হয়ে যেত। মহামারি কবলে এবারে হয়ত তার ব‍্যাতিক্রমী চিত্র ঘটতে চলেছে।


No comments