পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নিমতৌড়ী হোমের আবাসিক ও কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হল। আজ তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল হোম ক্যাম্পাসে এসে মোট ৭৭ জনকে ভ্যাকসিন দিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে ৪৪ বছর পর্যন…
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নিমতৌড়ী হোমের আবাসিক ও কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হল। আজ তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল হোম ক্যাম্পাসে এসে মোট ৭৭ জনকে ভ্যাকসিন দিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে ৪৪ বছর পর্যন্ত ৬৮ জন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৯ জন টীকা পেল। হোম ক্যাম্পাসে এসে কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থাপন করার জন্য হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান হোমের আবাসিক সবাই শারীরিক, মানসিক প্রতিবন্ধী ও অনেক ভাবেই অক্ষম, তাই এদের পক্ষে নাই যে দাঁড়িয়ে বা শিবিওে গিয়ে ভ্যাকসিন নেওয়া খুব কষ্টের হত জেলা প্রশাসনের এই ব্যাবস্থাপনায় আবাসিকদের ভীষণ উপকার হয়েছে। হোমের কর্মীরা টীকা নেওয়ার ফলে তারাও কিছুটা স্বস্তি পেল শুধুনয় হোমে কাজ করার ক্ষেত্রে একটু হলেও ঝুকি কমল।
কোভিড ভ্যাকসিন পেয়ে খুশি মর্জিনা, মারিয়া, শনিয়া, লক্ষ্মী, সরস্বতী শীতলারা।
No comments