Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড 19 এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হস্তশিল্প

ইয়াস দুর্যোগ, জলোচ্ছ্বাস ও অতিবর্ষনে কামার,কুমোর,স্নর্ণশিল্পী ও অন্যান্য হস্তশিল্পীরা ঘোর বিপাকে পড়েছেন। কাজকর্মের অভাবে তাদের দিশেহারা অবস্থা। রোজকার নেই বললেই চলে। পরিবার পরিজন নিয়ে অনাহারে-অদ্ধাহারে তাঁদের দিন কাটাতে হচ্ছে। বি…

 




ইয়াস দুর্যোগ, জলোচ্ছ্বাস ও অতিবর্ষনে কামার,কুমোর,স্নর্ণশিল্পী ও অন্যান্য হস্তশিল্পীরা ঘোর বিপাকে পড়েছেন। কাজকর্মের অভাবে তাদের দিশেহারা অবস্থা। রোজকার নেই বললেই চলে। পরিবার পরিজন নিয়ে অনাহারে-অদ্ধাহারে তাঁদের দিন কাটাতে হচ্ছে। বিশেষ করে কুমোরদের অবস্থা খুবই সঙ্গীন।মাটির অভাবে তাঁরা কোন কাজই করতে পারছেন না।মাটির সব উৎস জলে ডুবে অাছে।দেশপ্রাণ ব্লকের দুরমুঠ, চাঁপাতলা,কাঁথি পৌর এলাকার পদ্মপুকুরিয়া,কাঁথি -১ ব্লকের পানিয়া,রামনগর-২ ব্লকের মান্দারপুর প্রভৃতি এলাকায় কুমোরপাড়ার লোকজনের দুরবস্থা চরমে উঠেছে।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে কামার,কুমোর,স্বর্ণশিল্পী সহ অন্যান্য হস্তশিল্পীদের সরকারী ত্রাণ ও অনুদান প্রদানের দাবী জানিয়েছেন । পূর্ব মেদিনীপুর জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরি কে এই সব কুটীরশিল্পীদের জন্য সরকারী সাহায্য প্রদানে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments