এগরা ফ্রেণ্ডস ইউনাইটেড ক্লাব ও আস্থা সোসাইটির উদ্ধোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা ভাইরাস ও ইয়াশ ঝড়ের মাঝে একটু অন্যরকম উদ্যোগ নিল তাঁরা। জেলাজুড়ে রক্ত সংক…
এগরা ফ্রেণ্ডস ইউনাইটেড ক্লাব ও আস্থা সোসাইটির উদ্ধোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা ভাইরাস ও ইয়াশ ঝড়ের মাঝে একটু অন্যরকম উদ্যোগ নিল তাঁরা। জেলাজুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে, কোথাও পাওয়া গেলেও তা দালাল মারফত ৩৫০ গ্রাম রক্তের দাম দুই থেকে তিন হাজার টাকা দাবি করে। কোথাও রক্ত দিয়েও রক্তের প্রয়োজনের সময় কিনতে গিয়ে বিপাকে পড়তে হয় রোগীদের। তবু রক্তদানের মতো উদ্যোগ থেকে কেউই পিছিয়ে নেই, মানুষের সেবায় নিজেদের শরীরের রক্ত দান করতে দেখা যায় সহস্র মানুষকে, এবারেও তাঁর কোনো ত্রুটি হয়নি। শনিবার এগরা ফ্রেণ্ডস ইউনাইটেড ক্লাব ও আস্তা সোসাইটির উদ্যোগে রক্তের প্রয়োজন মিটাতে এই উদ্যোগ নেয় । তাঁর সাথে মাস্ক,সেনিটাইজার,সাবান,বিস্কুট, জল,ফলের জুস বিতরণ করে তাঁরা। পথচলতি ৩ হাজার মানুষের হাতে তুলে দেন ওই সমস্ত উপকরণ। পাশাপাশি ৬০ জন রক্ত দাতা ওই শিবিরে উপস্থিত হয়ে রক্ত দান করেন।
No comments