দলীয় কার্যালয় তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ভূপতিনগরের এক্তারপুরে নবকুমার মাইতি, সন্টু ভুঁইয়া ও সৌমদীপ দে। বুধবার তিনজনকে …
দলীয় কার্যালয় তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ভূপতিনগরের এক্তারপুরে নবকুমার মাইতি, সন্টু ভুঁইয়া ও সৌমদীপ দে। বুধবার তিনজনকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক্তারপুরের তৃণমূলের পার্টি অফিসের সামনে ৬- ৭জন তৃণমূল নেতা-কর্মী নিজেরা কথাবার্তা বলছিলেন। এমন সময় গোপালচকের দিক থেকে ৮- ১০টি বাইকের করে প্রায় কুড়ি জন দুষ্কৃতী পার্টি অফিসের সামনে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ।
No comments