Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলে অত্যাচারে বিরুদ্ধে সোচ্চার; চিঠি দিলেন জেলাশাসক কে বিধায়ক তাপসী

শিল্প শহরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মী ভাঙচুর লুটপাট মারধর মহিলাদের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলাশাসকে চিঠি দিলেন হলদিয়ার সদ্য জয়ী বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল। তার অভিযোগ ২রা  মে গণনা…

 




শিল্প শহরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মী ভাঙচুর লুটপাট মারধর মহিলাদের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলাশাসকে চিঠি দিলেন হলদিয়ার সদ্য জয়ী বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল। তার অভিযোগ ২রা  মে গণনা শেষের পর থেকে হলদিয়া দূর্গা চক ক্ষুদিরাম স্কয়ার এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহাকুমার  হাসপাতালের সামনে বড় বড় ট্যান্কার গাড়ি দাঁড় করিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে। ফলে করোনা মহামারী সময় ওই রাস্তা দিয়ে রোগীরা যাতায়াত করতে পারছেনা ।বিভিন্ন শিল্প সংস্থার গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। শুধু বিজেপি কর্মী সমর্থক নয় সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এদের অত্যাচারের হলদিয়া টাউনশিপ সংলগ্ন বিষ্ণুর রামচকে অনেকে ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক ।শিল্প শহরের বুকে তিন দিনেই তাণ্ডবের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সিপিএম ও ।তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মুখপাত্র তাপস মাইতি বললেন গণনা কারচুপির অভিযোগ তুলে পূর্ণগণনার দাবিতে সোমবার যুব তৃণমূল নেতৃত্বের অবস্থান-বিক্ষোভ হয় ।তবে শিল্পাঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনার তৃণমূলের কেউ যুক্ত নয়। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ বাকারা বিভিন্ন জায়গায় গন্ডগোল পাকাচ্ছে এবং সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর চেষ্টা করছে। সেখানে তৃণমূলের পতাকা ব্যবহার করা হচ্ছে বলে শুনেছি। তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা এ নিয়ে অভিযোগ করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

No comments