-অসহায় সম্বলহীন ভবঘুরেরা সারা বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। ফুটপাথই তাঁদের ঠিকানা। খাবারের জন্য ভরসা পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদাররা। কিন্তু লকডাউনের জেরে দোকানপাট বন্ধ। কার্যত না খেয়েই দিন কাটছিল ভবঘুরেদের। দিন আনা দিন খাওয়া…
-অসহায় সম্বলহীন ভবঘুরেরা সারা বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। ফুটপাথই তাঁদের ঠিকানা। খাবারের জন্য ভরসা পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদাররা। কিন্তু লকডাউনের জেরে দোকানপাট বন্ধ। কার্যত না খেয়েই দিন কাটছিল ভবঘুরেদের। দিন আনা দিন খাওয়া মানুষগুলির অবস্থাও তথৈবচ। এই সমস্ত অসহায় মানুষজনের ও কভিড পরিবারদের কথা ভেবে 'কমিউনিটি কিচেন' চালু করা হলো সুতাহাটাতে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র ও প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি এবং ফ্রেন্ডসিপ ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে প্রতিদিন ১০০ পরিবারদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো সাধারণ মানুষদের কথা ভেবে চলবে এক সপ্তাহ।। আর কভিড পরিবারদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে যতোটা আমাদের সাধ্য।
No comments