Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষক নেতা রাসবিহারী দাস লাল সেলাম। কমরেড রাসবিহারী দাস অমর রহে।

গত ১৬ ই মে সন্ধ্যা সাতটায় ,খেজুরি ১ ব্লকের বীররন্দর গ্রাম পঞ্চায়েতের আলাইচক গ্রামের অধিবাসী ও অবিভক্ত খেজুরির প্রবীণ কৃষক নেতা কমরেড রাসবিহারী দাসের জীবনাবসান হয়। স্মৃতিচারণ করলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অন্যতম নেতৃ…

 







গত ১৬ ই মে সন্ধ্যা সাতটায় ,খেজুরি ১ ব্লকের বীররন্দর গ্রাম পঞ্চায়েতের আলাইচক গ্রামের অধিবাসী ও অবিভক্ত খেজুরির প্রবীণ কৃষক নেতা কমরেড রাসবিহারী দাসের জীবনাবসান হয়। স্মৃতিচারণ করলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অন্যতম নেতৃত্ব হিমানশু দাস। তিনি বলেন মৃত্যুকালে বয়স হয়েছিল৭০ বৎসর ।১৯৫১ সালে কমরেড রাসবিহারী দাস আলাইচক গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রতার জন্য  তিনি পড়াশোনা বেশি দূর করতে না পারলেও এলাকায় গরীব সাধারন  মানুষের জন্য জোতদার, জমিদারদের চোখে, চোখ রেখে, লাল ঝান্ডা  নিয়ে তিনি লড়াই করে গেছেন। বীররন্দর অঞ্চলের জোতদার, জমিদারদের বেনাম জমি,মজুরীও জাতপাত এবং অন্যায় অত্যাচার, অবিচারের বিরুদ্ধে এলাকার মানুষকে নিয়ে তিনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। তাই তাঁকে বহু  মামলায়  জড়িয়ে দেওয়া হয় ।এমনকি জেল হেফাজত ও হয়। ৭০ দশকের উত্তাল বাম আন্দোলনের ভিত্তিভূমি এই বীররন্দর গ্রাম পঞ্চায়েতে, সমগ্র খেজুরীর মধ্যে প্রথম শুরু হয় ।তারপর দিকে দিকে সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে ।সেখানে কমরেড রাসবিহারী দাসের ভূমিকা ও কম ছিল না। তদানীন্তন কৃষক সভার খেজুরি থানা কমিটির সদস্য  ছিলেন। তার মৃত্যু পর্যন্ত খেজুরি ১ ব্লকের কৃষকসভার নেতা ছিলেন। ১৯৭৯ সালে পার্টি সদস্য পদ পান। সেই সময়ে হেঁড়িয়া লোকাল কমিটি ,পরে কলাগাছিয়া লোকাল কমিটির তিনি সদস্য ছিলেন।২০০৯ সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাসের ফলে গোটা খেজুরি সাথে তাঁর পরিবার এবং তিনিও রক্ষা পাননি।  তৃণমূলের কাছে অনেকে আত্মসমর্পণ করলেও তিনি বহু অত্যাচার সহ্য করে , মাথা উঁচু রেখে জীবনের শেষ দিন পর্যন্ত পার্টির সদস্য পদ  রক্ষা করেছেন। সম্প্রতি তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন। চিকিৎসা চললেও আর্থিক অভাব-অনটনের ফলে উন্নত মানের চিকিৎসা করার মত আর্থিক সামর্থ্য  ছিল না। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিন্তু কভিট প্রভাবের ফলে ,প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবাইকে এক জায়গায় জড়ো না করার ক্ষেত্রে ,মান্যতা দিয়ে 

তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন, এলাকার মানুষজন। ওই অঞ্চলের নেতা তথা হেঁড়িয়া এরিয়া কমিটির সদস্য ও খেজুরি১ ব্লককৃষক সভার সভাপতি ,সমীরেন্দ্র নাথ কলা তার দেহে পার্টি রক্ত পতাকা, ফুল,ফুল মালা দিয়ে  শ্রদ্ধা জ্ঞাপন করেন।সি,পি,আই,(এম) হেঁড়িয়া এরিয়া কমিটির সম্পাদক  গোকুল ঘোড়ই,রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে  তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা বর্তমান।

No comments