Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড১৯ আতঙ্ক কাটিয়ে সামনে আসছে "যশ " পরিদর্শনে সমষ্টি উন্নয়ন আধিকারিক

সুতাহাটা ব্লক অন্তর্গত কুকড়া হাটী এরিয়া খালি নদী বাঁধ পরিদর্শনে গেলেন সুতাহাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারী । গত বছর ২০ মে আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই এলাকায়। আর সেজন্যই জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট পক্ষ থ…

 




সুতাহাটা ব্লক অন্তর্গত কুকড়া হাটী এরিয়া খালি নদী বাঁধ পরিদর্শনে গেলেন সুতাহাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারী । গত বছর ২০ মে আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই এলাকায়। আর সেজন্যই জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট পক্ষ থেকে কোটি টাকা খরচ করে প্রায় তিনশ মিটার কংক্রিট ঢালাই এর কাজ শুরু হয়েছে ।সেই কাজ খতিয়ে দেখতে হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি আধিকারিক এবং কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনে গেলেন।কোভিড১৯ আতঙ্ক কাটিয়ে সামনে আসছে "যশ "সুতাহাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাই এরিয়াখালি নদী বাঁধ মেরামতির কাজের পর্যবেক্ষণ করতে এলেন সুতাহাটা ব্লকের বিডিও আসিফ আনসারী । সুতাহাটা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ অভিশেক দাস ও স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা কুকড়াহাটি অঞ্চলের উপপ্রধান  কে সঙ্গে করে পায়ে হেঁটে  ঘুরে দেখলেন পুরোটাই। সুতাহাটা পঞ্চায়েত সমষ্টি আধিকারিক বললেন "যশ" আসছে এটা মাথায় রেখেই আমাদের এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করছে ।যাতে কোনো রকমের অসুবিধায় সাধারণ মানুষ না পারে তার জন্য আমরা সদা সতর্ক লক্ষ্য রেখেছি।

No comments