Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন

নন রেজিস্টার প্রাকটিশনার্সদের উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন।( পি এম পিএ আই ) রাজ্য কমিটির সিদ্ধান্ত মতে ডেপুটেশন দিলেন হলদিয়া ব্লক কমিটির উদ্যোগে হলদিয়া (বি এম ও এইচ হলদিয়া) কাছে। হলদিয়া উন্নয়ন ব্লক অন্তর্গত বাড় ঘাসীপ…

 





নন রেজিস্টার প্রাকটিশনার্সদের উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন।( পি এম পিএ আই ) রাজ্য কমিটির সিদ্ধান্ত মতে ডেপুটেশন দিলেন হলদিয়া ব্লক কমিটির উদ্যোগে হলদিয়া (বি এম ও এইচ হলদিয়া) কাছে। হলদিয়া উন্নয়ন ব্লক অন্তর্গত বাড় ঘাসীপুর  ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাদের দাবি পত্র তুলে দিলেন।তাদের দাবি সমূহ কভিড১৯   প্রথম সারির যোদ্ধা স্বীকৃতি দিয়ে সকল ইনফর্মাল প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার দের সংস্থা পত্র দিতে হবে। সকল প্যাক্টিশ নার্সদের সরকারি স্বাস্থ্যকর্মীদের ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবীমা করাতে হবে।তাদের হ্যান্ডগ্লাভস মাক্স স্যানিটাইজার হেড কভার দিতে হবে (পিপি ই)।করোনায় মৃত প্র্যাকটিশনার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে মরণোত্তর মানপত্র পরিবারদের হাতে তুলে দিতে হবে। প্রাক্টিশ নার্স দের কোর্স কারিকুলাম ভিত্তিক কোয়ালিশন চিকিৎসকদের দিয়ে প্রশিক্ষণ ও সংস্থা পত্র দিতে হবে। প্রাকটিশনার্স ও তাদের পরিবারের সদস্যদের কোভিড১৯ টেস্ট করাতে হবে এবং টিকা দিতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করে প্রায় বার জন ননরেজিস্টার্ড প্রাক্টিশ নার্স  (গ্রামীণ চিকিৎসক) আজ ডেপুটেশন দিলেন। তাদের আরও দাবি কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্হ্য বাজেট বাড়িয়ে যুদ্ধকালীন তৎপরতায় সরকারি হাসপাতাল খুলে চিকিৎসা চালু করতে হবে। (আই এইচ সি পি দের নিয়োগ করতে হবে) প্রথম সারির যোদ্ধা স্বীকৃতিসহ একগুচ্ছ দাবি নিয়ে আজ প্রতিকি ডেপুটেশন দিলেন। সংগঠনের অন্যতম নেতৃত্ব শেখ সাইফুল ইসলাম বলেন আমরা প্রতিনিয়ত গ্রামবাংলায় সাধারণ মানুষের পাশে থাকে চিকিৎসা করে থাকি। কিন্তু সরকারি নির্দেশ নামা আমাদেরকে সমস্ত রকমের সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করেছেন। আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সারা রাজ্যে বিভিন্ন ব্লকে আমরা আজকের আমাদের দাবি পত্র তুলে দিলাম। করোনাভাইরাস কালে সারা রাজ্যের সাথে বিভিন্ন ব্লকে মৃত্যুর মিছিল চলছে। নার্স ডাক্তার আক্রান্ত হচ্ছেন ।আমরা প্রতিনিয়ত গ্রামবাংলা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। কিন্তু সরকারিভাবে মাক্স হ্যান্ডগ্লাভস পিপি আমাদের দেওয়া হয়নি । সেই সকল প্রয়োজনীয় সামগ্রীর দাবি নিয়ে আজকে প্রতিকি ডেপুটেশন।

No comments