নন্দীগ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল দুই যুবক ।সকাল থেকে চলছে ভারী বৃষ্টি । ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটাল থাকায় হুগলি নদীর জল বাঁধ ভেঙে নন্দীগ্রামে ঢুকে ।গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকা জলে প্লাবিত। আজ সকাল থেকে জমে থাকা…
নন্দীগ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল দুই যুবক ।সকাল থেকে চলছে ভারী বৃষ্টি । ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটাল থাকায় হুগলি নদীর জল বাঁধ ভেঙে নন্দীগ্রামে ঢুকে ।গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকা জলে প্লাবিত। আজ সকাল থেকে জমে থাকা জলে মাছ ধরতে বেরিয়ে পড়ে বেশকিছু গ্রামবাসী । নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের দ্বিতীয় খন্ড জলপাই গ্রামে রাস্তার ধারে সাইকেল এর উপরে দুটি যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । নন্দীগ্রাম ২ব্লকের দ্বিতীয় খন্ড জালপাই তে দুইজন অজ্ঞাত পরিচয় বিদ্যুত পিষ্ট হয়ে মারা যায়। পাশেই কারেন্টের তার ছিঁড়ে পড়ে ছিল ।কিন্তু কিভাবে মৃত্যু সে সম্পর্কে কিছু জানা যায়নি ।স্থানীয়রা জানান ওখানে অনেক ফিশারি জলে ডুবে মাছ বেরিয়ে যায়।তাই দুরদুরান্ত থেকে লোকজন জাল নিয়ে মাছ ধরতে যায়।ওই দু'জন যুবকের পরিচয় জানা যায়নি ।পুলিশ ঘটনাস্থলে যায় ও ঐ দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা করছে। "যশ"ও বুদ্ধ পূর্ণিমার ভরা কোটাল এ নন্দীগ্রামে মৃত 2।
No comments