তিনি আছেন গ্রীষ্ম শীতে বারোটা মাস কাব্যে গীতেতিনি আছেন মাথায় আছে আশীর্বাদের হাত তিনি রবীন্দ্রনাথ।
তিনি আছেন আলোছায়ায়থাকেন তিনি কল্পকায়ায়প্রতি পদক্ষেপে তিনি দেন আমাদের সাথ তিনি রবীন্দ্রনাথ।তিনি আছেন…
তিনি আছেন গ্রীষ্ম শীতে
বারোটা মাস কাব্যে গীতে
তিনি আছেন মাথায় আছে
আশীর্বাদের হাত
তিনি রবীন্দ্রনাথ।
তিনি আছেন আলোছায়ায়
থাকেন তিনি কল্পকায়ায়
প্রতি পদক্ষেপে তিনি
দেন আমাদের সাথ
তিনি রবীন্দ্রনাথ।
তিনি আছেন মনের কোণে
আলাপ-বিলাপ-আবাহনে
বিরাজ করেন ভোরের আলোয়
দুপুর থেকে রাত
তিনি রবীন্দ্রনাথ।
তিনি আছেন উচ্চ আশায়
সুখ দুঃখ ভালোবাসায়
প্রাণের ঠাকুর যাঁর চরণে
হই যে প্রণিপাত
তিনি রবীন্দ্রনাথ।
No comments