Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের দেরিয়াচক অঞ্চল চুরির ঘটনা আবারো চাঞ্চল্য ছড়ালো

ভোট মিটতে আবার অঞ্চল চুরির ঘটনাএকের পর এক ক্রমাগত অঞ্চল চুরির ঘটনায় প্রশাসন উদ্বেগ।কয়েকদিন আগেই কোলাঘাটের বেশ কয়েকটি অঞ্চল চুরির ঘটনা ঘটে। কোলাঘাট ব্লকের দেরিয়াচক অঞ্চল চুরির ঘটনা আবারো চাঞ্চল্য ছড়ালো। দেরিয়াচক অঞ্চল প্রধান…

 






ভোট মিটতে আবার অঞ্চল চুরির ঘটনাএকের পর এক ক্রমাগত অঞ্চল চুরির ঘটনায় প্রশাসন উদ্বেগ।কয়েকদিন আগেই কোলাঘাটের বেশ কয়েকটি অঞ্চল চুরির ঘটনা ঘটে। কোলাঘাট ব্লকের দেরিয়াচক অঞ্চল চুরির ঘটনা আবারো চাঞ্চল্য ছড়ালো। দেরিয়াচক অঞ্চল প্রধান টিয়া বর্মন অভিযোগ করেন- যে শুক্রবার অঞ্চলে কাজকর্ম শেষে অঞ্চল তালা লাগিয়ে যে যার বাড়ি চলে যায়। গতকাল অঞ্চল বন্ধ থাকার পর আজ সকালে যখন অঞ্চল খোলা হয় কিছু কাজ কর্মের জন্য তখন দেখা যায় অঞ্চলের তালা ভাঙ্গা এবং আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে কোলাঘাট থানায় পুলিশকে খবর দিলে কোলাঘাট থানার পুলিশ আসার পর দেখেন যে তিনটি তালা ভাঙ্গা ৯টি আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। খোয়া গিয়েছে প্রায়২৫০০ টাকা এবং কিছু মূল্যবান কাগজপত্র। এখনো কিছু কাগজপত্র খোয়া যেতে পারে । আমরা কি কি খাওয়া গিয়েছে খতিয়ে দেখছি।বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক বলেন-" নিচে থাকা একটি রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে তার কোন কিছু খোয়া  যায়নি। অঞ্চলে থাকা কম্পিউটার কিংবা ইলেকট্রনিক আসবাবপত্র কিছুই খোয়া  যায়নি।  চোর শুধু ফাইল আর২৫০০টাকা চুরি করে পালিয়ে গেলো। এখানে বোঝা যায় যে কারা বা কে চুরি করেছে। অঞ্চল এবং একটি ব্যাংক থাকার কারণে প্রশাসনের তরফ থেকে দুজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল। রাতে পাহারা দেয়ার জন্য।ওই দু'জন ভলেন্টিয়ার ভোর 4 টা নাগাদ ডিউটি করার পর বাড়ি ফিরে  যাওয়ার পর কিছু ঘটতে পারে। তবে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই অঞ্চল চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।"




No comments