কোলাঘাটের ব্লকের খড়িচক গ্রাম পঞ্চায়েতের অসুড়ালি ক্যালভার্ট ভেঙে পড়ল জলের তোড়ে। কোলাঘাটের খড়িচক গ্রাম পঞ্চায়েতের বড় জল নিকাশী খালের ওপর পারাপার হওয়া ক্যালভার্ট রুপনারায়নের জলের তোড়ে ভেঙে পড়ে মধ্যস্থল থেকে, যাঁর ফলে সমস…
কোলাঘাটের ব্লকের খড়িচক গ্রাম পঞ্চায়েতের অসুড়ালি ক্যালভার্ট ভেঙে পড়ল জলের তোড়ে। কোলাঘাটের খড়িচক গ্রাম পঞ্চায়েতের বড় জল নিকাশী খালের ওপর পারাপার হওয়া ক্যালভার্ট রুপনারায়নের জলের তোড়ে ভেঙে পড়ে মধ্যস্থল থেকে, যাঁর ফলে সমস্যায় এলাকার মানুষজন।খবর পেয়ে ওই ক্যালভার্টের কাছে ভিড় করে স্থানীয় গ্রামবাসী। ঘূর্ণিঝড় যশের রেস না পড়লেও কিন্তু পরোক্ষভাবে যে নদীর চোখ রাঙানি তা কিন্তু আজও অব্যাহত। গতকাল ছিল পূর্ণিমা কিন্তু আজ সকালেও একইভাবে লক্ষ্য করা গেল কোলাঘাটের রূপনারায়নের ভয়ঙ্কর রূপ। কোলাঘাটের একাধিক জায়গায় জল উপচে পড়ে প্রবেশ করলো বাড়ি ঘর রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায়। একেবারে যেন বন্দিদশা কাটছে কোলাঘাট বাসির। রূপনারায়ন নদীর এই ভয়ঙ্কর রূপ ,এর আগে কখনোই দেখেনি এমন টাই এলাকাবাসীর বক্তব্য সবমিলিয়ে রীতিমতো চরম কষ্টে দিন কাটছে কোলাঘাট বাসীর।।
No comments