Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেসপেক্ট' কথাটা খুব বড় মাপের।ওটা হৃদয় জুড়ে প্রতিক্ষণে- মানজিত দাস

কাশ্মীরি চাদর মুখে দিয়ে সকাল থেকে বৃষ্টি। শ্রাবন্তী আজ পড়তে এসেছে তার sir , সুহাস এর কাছে। স্যার শ্রাবন্তী কে বোঝাচ্ছিল কালিদাসের মেঘদূত কাব্যের সাথে ইংরেজ কবিদের কবিতায় বর্ষার আবেগ ও সৃষ্টির কথা। শ্রাবন্তী: স্যার, আবেগ বড় না…

 





কাশ্মীরি চাদর মুখে দিয়ে সকাল থেকে বৃষ্টি। শ্রাবন্তী আজ পড়তে এসেছে তার sir , সুহাস এর কাছে। স্যার শ্রাবন্তী কে বোঝাচ্ছিল কালিদাসের মেঘদূত কাব্যের সাথে ইংরেজ কবিদের কবিতায় বর্ষার আবেগ ও সৃষ্টির কথা।

 শ্রাবন্তী: স্যার, আবেগ বড় না বুদ্ধি বড়?

সুহাস : দেখ তোমার আবেগের উপর ভর করে বুদ্ধির উদয় হয়।তখন তুমি 

নিজে থেকে তোমার অনুভূতিতে তুমি তুমি কবিতা লেখো,গান কর, পর্ট্রিয়েটে ছবি আঁকো।আসলে ওই আবেগটাই কাজ  করে যাচ্ছে।

শ্রাবন্তী: স্যার,ওই আবেগ টা আমার নেই।কি করে আবেগ আনা যায়?

সুহাস: তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, বর্ষার মেঘ উড়ে চলে যাচ্ছে,আর " মেঘদূত" কাব্যের কথা ভাবো, Keats এর একটা বর্ষার কবিতাকে ভাবো- যক্ষ্ম তার নিজের প্রেমের বার্তা পাঠাচ্ছে মেঘের কাছে,ওগো মেঘ তুমি, উজ্জয়িনী, বেত্রবতি,....

পেরিয়ে, আমার প্রিয়া যেখানে আছে বার্তা পাঠাও,যে আমি আমার ভালোবাসা ও বিরহ সব তোমাকে পাঠাচ্ছি মেঘের মাধ্যমে। আবার Keats এর Rain কবিতায় দেখ, বৃষ্টি পৃথিবী কে সিক্ত্ করছে, প্রতিটি মেঘকে silver lining bolchen।

শ্রাবন্তী : স্যার ,দারুন বোঝালেন।এই জন্য আমি আপনাকে " respect" করি।

সুহাস: রেসপেক্ট এর মানে বোঝো?

শ্রাবন্তী: হম, মানে শ্রদ্ধা।

সুহাস : টা তোমার শ্রদ্ধা টা আসলো কি করে?

শ্রাবন্তী: ওই যে sir, আপনি কি সুন্দর করে বললেন।

সুহাস: তাহলে ভালো পড়িয়েছি তাই শ্রদ্ধা টা আসলো। আসলে এটা একটি মৌখিক সৌজন্যতা। respect আসে মনের গভীরতা থেকে।(begets from core of heart)।

শ্রাবন্তী: দুঃখিত স্যার।এমন করে কোনো দিন তো ভাবিনি। আসলে আমার আসি শুধূ নোটস নিতে।তার বিনিময়ে আমরা আপনার পারিশ্রমিক দেই,এই যা।

সুহাস: এতক্ষণে আসল সত্যতা বেরিয়ে এলো।তাই বলছি " রেসপেক্ট' কথাটা খুব বড় মাপের।ওটা হৃদয় জুড়ে প্রতিক্ষণে।


No comments