পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়ো বাজারে, মঙ্গলা ক্লাবের উদ্বোগে মাক্স, সেনিটাইজার, সাবান বিতরণ হল। ক্লাব সভাপতি ডাঃ বাদলঅশ্রু ঘাটা জানান এই ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের সেবা মুলক কাজ করে আসছে আরো বলেন এই মহা…
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়ো বাজারে, মঙ্গলা ক্লাবের উদ্বোগে মাক্স, সেনিটাইজার, সাবান বিতরণ হল। ক্লাব সভাপতি ডাঃ বাদলঅশ্রু ঘাটা জানান এই ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের সেবা মুলক কাজ করে আসছে আরো বলেন এই মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মানুষের কাছে থাকবেন, এবং মংলামাড়ো হাইস্কুলে শীঘ্রই একটা সেফ হোম চালু করবেন অক্সিজেনের ব্যবস্থা করবেন। আজ থেকে পটাশপুর ১ ব্লকের ৩ টি অঞ্চলে প্রতিটি বাড়িতে মাক্স, সেনিটাইজার, সাবান তুলে দেবেন বলে জানিয়েছেন ।
রবিবার প্রায় দুইহাজার মানুষের হতে মাক্স,সেনিটাইজার,সাবান তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ ও বাজার এলাকার সমস্ত ব্যবসায়ী দোকানদাররা।
পাশাপাশি রিক্সা চালকদের কাছ থেকে পরিচয়পত্র নেন, যাঁরা করোনা ভেক্সিন পায়নি তাঁদেরকে ওই ভ্যাক্সিন পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন বাদলবাবু।
No comments