একুশে বিধানসভা নির্বাচনে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা প্রথম থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন।নন্দীগ্রামে প্রায় ১০ হাজার ভোটে জয়ী শুভেন্দুর ।…
একুশে বিধানসভা নির্বাচনে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা প্রথম থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন।নন্দীগ্রামে প্রায় ১০ হাজার ভোটে জয়ী শুভেন্দুর ।রবিবার বিকালের দিকে বিভিন্ন চ্যানেলে নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে জয়ী ঘোষনা করা হয় ।
তবে নির্বাচন কমিশনের সুত্র অন্য কথা বলছে।নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে নন্দীগ্রাম আসন থেকে ৯ হাজার ৮৬২ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সরকারি ওয়েবসাইটে শুভেন্দু অধিকারী কে জয়ী দেখানো হয়েছে।
পুনরায় কাউন্টিং শুরু হলে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল জানতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনারের সাথে দলীয় কর্মীদের সভা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত এখন নিতে পারেন নি।
নির্বাচন কমিশনের সহকারী রিপোর্ট তথ্য দপ্তর জানা যায় নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৭৩৬ টি ভোটে জয়লাভ করেছেন তবে এটা সঠিক কিনা তার সময় কথা বলবে। পুনরায় কাউন্টিং হবে কিনা সেই নিয়ে এখনো আলোচনা চলছে। জয়ী এবং বিজয়ী প্রার্থী এখনো গণনা কেন্দ্রে আসেননি তাই সার্টিফিকেট কে নেবেন সেও এখনো ঠিক হয়নি? একুশে নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা ফলাফল এখনো মানুষের কাছে ধন্দে রয়ে গেল।
No comments