একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে পরাজয় হয়েছে বামপন্থী সংযুক্ত মোচা সংগঠনের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছিল তাই হেরে গিয়েও তারা কেউ খামতি নেই ।হলদিয়ার বিভিন্ন এলাকায় কোভিড রোগীদের জন্য ঝাঁপিয়ে পড়ল…
একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে পরাজয় হয়েছে বামপন্থী সংযুক্ত মোচা সংগঠনের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছিল তাই হেরে গিয়েও তারা কেউ খামতি নেই ।হলদিয়ার বিভিন্ন এলাকায় কোভিড রোগীদের জন্য ঝাঁপিয়ে পড়লেন রেড ভলান্টিয়ার্স দল।করোনা এই মহামারিতে দলমত নির্বিশেষে হলদিয়া সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।কোন জায়গাতে যেকোনো মানুষের সাহায্যের প্রয়োজন হলে রেড ভলেন্টিয়ার্স ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।আজ হলদিয়া পৌরসভার ১৫ নং (অনুপ ঘড়া,পঙ্কজ বেরা, পিন্টু সাহু), ২১ নং (পবিত্র আদক), ২৪ নং (হারাধন মান্না ,তারাপদ মান্না, বিজন বিহারি মাইতি, রাজু সিং) ও ২৫ নং (সুনীল দাস, দেবু বিষড়া) বাড়ি গুলিতে স্যানিটাইজ করা হয়। রেড ভলেন্টিয়ার্স টীমে ছিলেন পরিতোষ পট্টনায়েক, নজরুল,নারান,কার্তিক,চন্দন, দিব্যেন্দু,সজীব, প্রমূখ।
No comments