পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লক এলাকা বাজার কমিটির সদস্য এলাকার থানার আধিকারিক পঞ্চায়েত সমিতি অন্তর্গত চারটি অঞ্চলের প্রধান ও জেলা পরিষদের সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় হলদিয়া উন্নয়ন ব্লকে সভা অনুষ্ঠিত হয় ।…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লক এলাকা বাজার কমিটির সদস্য এলাকার থানার আধিকারিক পঞ্চায়েত সমিতি অন্তর্গত চারটি অঞ্চলের প্রধান ও জেলা পরিষদের সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় হলদিয়া উন্নয়ন ব্লকে সভা অনুষ্ঠিত হয় ।সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার আধিকারিক এবং প্রত্যেকটি বাজারে বাজার কমিটির দু'জন সদস্য। জেলা পরিষদের সদস্য সাকিনা বিবির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইফুল ইসলাম। উপস্থিতিতে প্রশাসনিক সভা হয় ।সভায় আলোচনা হয় ১৬ মে থেকে লকডাউন রাজ্য সরকার ঘোষণা করেছেন। সে অনুযায়ী লকডাউন মেনে চলা গুরুত্ব দিতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা কোভিড১৯ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। জেলায় যেন মৃত্যুর মিছিল চলছে। হলদিয়া পৌর এলাকায় এখন পর্যন্ত প্রায় ১৯ জন মারা গেছেন। ৭৪৫ জন আক্রান্ত ।হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় প্রায় ২০০ জন আক্রান্ত হয়েছেন। সরকারি নির্দেশ মেনে লকডাউন মেনে চলার জন্য কঠিন পদক্ষেপ নিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। আজকের এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুব্রত হাজরা। প্রসঙ্গত,১৬ মে থেকে ৩০মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন রাজ্যে।নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভোর ৬ টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। সভাপতি সুব্রত হাজরা বলেন রাজ্য সরকারের বিধি মেনে কভিড১৯ কে মাথায় রেখেই আমাদের সকলের চলাফেরা করতে হবে। লকডাউন মেনে চলা প্রয়োজনের তাগিদে বাড়ির বাহির হলে মাক্স বাধ্যতামূলক ব্যবহার করা সেদিকে পুলিশ প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে দেখার জন্য।
No comments