Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! বন্দরে ম্যাঙ্গানিজ গাড়িভর্তি আটক ৮ গ্রেফতার ১৩

বন্দর থেকে ম্যাঙ্গানিজ চুরির অভিযোগে আটটি গাড়ি আটক করলেন নিরাপত্তারক্ষীরা। বন্দর সূত্রে খবর,  ভূয়ো নম্বর প্লেট ব্যবহার করে গাড়িগুলি বন্দরের বাথে ঢুকে ছিল  ম্যাঙ্গানিজ বোঝাই করতে। এ নিয়ে কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই অভিযোগ পাচ্ছ…

 









বন্দর থেকে ম্যাঙ্গানিজ চুরির অভিযোগে আটটি গাড়ি আটক করলেন নিরাপত্তারক্ষীরা। বন্দর সূত্রে খবর,  ভূয়ো নম্বর প্লেট ব্যবহার করে গাড়িগুলি বন্দরের বাথে ঢুকে ছিল  ম্যাঙ্গানিজ বোঝাই করতে। এ নিয়ে কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন।২০মে গাড়িগুলো যখন বন্দরে ম্যাঙ্গানিজ বোঝাই করতে আসে তখন সন্দেহ হয় শিল্প নিরাপত্তারক্ষী বাহিনীর। এই গাড়িগুলোর চালকদের জিজ্ঞাসাবাদ করেন তারা চালকদের কথাবার্তা অসঙ্গতি দেখে গাড়ি তথ্য খতিয়ে দেখা হয়। তখন দেখা যায় ওই গাড়ির নম্বর এবং অন্য নথি ভূয়া। ওই আটটি গাড়ি আটক করা হয় এবং পরে ওই চুরির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে হলদিয়া থানার পুলিশ। ম্যাঙ্গানিজ চরি শিল্প শহরের নতুন কোন ঘটনা নয়।এর আগেও একাধিক শিল্প সংস্থা এবং বন্দরের এই ধরনের বহু  ভূয়ো নম্বর এবং নথি সহ বহু গাড়ি ধরা পড়েছে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বেশকিছু পণ্যবাহী গাড়ি চুরি করার অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। অর্থাৎ ঐ সব গাড়িগুলো বন্দরে প্রবেশ করতে পারবে না ।

অভিযোগ ওইসব কালো তালিকাভুক্ত গাড়িগুলি অন্য গাড়ির নম্বর দিয়ে বন্দরের মধ্যে প্রবেশ করছিল। পণ্যবোঝাই হয়ে গিয়েছিল কিন্তু শেষরক্ষা হয়নি। শিল্প নিরাপত্তারক্ষী বাহিনীর হলদিয়া থানায় ওই আটটি গাড়ি বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এবং তিনটি গাড়ি বিরুদ্ধে অতিরিক্ত পণ্য পরিবহনের অভিযোগ আনা হয়। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার ট্রাফিক অভয় মহাপাত্র বললেন ভিতরে শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী বেশ কিছু গাড়িকে আটক করেছে। নিরাপত্তারক্ষী বাহিনীর অভিযোগ গাড়ি নম্বর পরিবর্তন করা হয়েছে, 

গাড়িগুলি হলদিয়া থানাতে হস্তান্তর করা হয়েছে ।পুলিশ তদন্ত করে দেখছে।










No comments