আমার প্রথম প্রেম রূপনারায়ণ।সে আজ সর্বগ্রাসী হয়ে গ্রাস করেছে নদী পাড়ের মানুষদের।আমার দ্বিতীয় প্রেম দীঘা সুন্দরী।মন খারাপ হলে,তোমার কাছেই ছুটে যাই বারে বারে।নিঃশব্দে স্থির দূরের জলের ঢেউ আমাকে শিখিয়েছে,চুপ করে বসে শুধু প্রেমিক…
আমার প্রথম প্রেম রূপনারায়ণ।
সে আজ সর্বগ্রাসী হয়ে গ্রাস করেছে নদী পাড়ের মানুষদের।
আমার দ্বিতীয় প্রেম দীঘা সুন্দরী।
মন খারাপ হলে,তোমার কাছেই ছুটে যাই বারে বারে।
নিঃশব্দে স্থির দূরের জলের ঢেউ আমাকে শিখিয়েছে,চুপ করে বসে শুধু প্রেমিকার আবেগ।সে আজ গ্রাস করেছে সব কিছুকে।
মন্দার মনির শান্ত রাতের বেলা ভূমি, শিখিয়েছিল কি ভাবে প্রেম কে মনের মধ্যে রেখে দিতে হয়।সে আজ অতীত। শুধূ আঘাত করতে জন্ম গ্রহন। মুরিগঙ্গার ধারে তোমার নীল চোখ দেখেছিলাম একদিন। এখন তোমার চোখ দেখলে ভয় করে।
সাগর,, চাঁদি পুর, শুটকি মাছ, বালেশ্বর, গঙ্গা সাগর থেকে আমার প্রিয়তমা মৌসুম দ্বীপ,
দিয়েছো যত মনের জোর,মনের স্বান্তনা,সব সব কটা সমুদ্র সৈকত , দিয়েছো যত উজাড় করে,নিয়ে গেলে মৃত্যুলোকে আমায়।
শান্ত হোক আমার প্রিয়া।
শান্ত হোক হোক আমার হৃদয়
শান্ত হোক তোমার কোলাহল।
আমি ও শান্ত হব,তোমার কোলে মাথা রেখে।।
No comments