Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলাভাষার সম্মান রক্ষার জন্য আসুন সবাই হাতে হাত মিলাই সনৎকুমার বটব্যাল

@ ২১ শে ফেব্রুয়ারী র রক্তাক্ত ইতিহাস মনে পড়ে/পাকিস্তানের সেনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের তরুণ ছাত্র- যুব সমাজ ও আপামর জনসাধারণের যে অসম লড়াই/ঢাকার মাটি হয়েছিল লালেলাল/মাতৃভাষা বাংলা করার দাবীতে/ আজও আমরা এপ…

 



@ ২১ শে ফেব্রুয়ারী র রক্তাক্ত ইতিহাস মনে পড়ে/পাকিস্তানের সেনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় 

প্রাঙ্গণে বাংলাদেশের তরুণ ছাত্র- যুব সমাজ ও আপামর জনসাধারণের 

যে অসম লড়াই/ঢাকার মাটি হয়েছিল লালেলাল/মাতৃভাষা বাংলা করার দাবীতে/ আজও আমরা 

এপার বাংলার প্রতিটি জনগন 

সালাম ,আদাব,কুর্নিশ জানাই/

এ লড়াইয়ে শরিক  হতে পারিনি ঠিকই/ তবে আমরা মনে মনে ভাবি  এ লড়াইয়ের  যোদ্ধা আমরাও/

@২১ শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা 

দিবসের স্বীকৃতি পায়/

@ আর একটি ঘটনা ভারতবর্ষের 

আসামের বরাক উপত্যকায় ঘটে

ছিল/ 

আজ সেই ঘটনা বোলবো 

@ ১৯৬১- র ১৯ শে মে/ ভরদুপুর/বেলা-১২ টা/আসামের বরাক উপত্যকায় মাতৃভাষার মর্যাদা রক্ষার 

প্রশ্নে বাংলাভাষী প্রতিবাদকারীদের 

উপর দুমদাম করে গুলি চালিয়ে দিয়ে ছিল পুলিশ/পুলিশের গুলিতে লড়াইয়ের ময়দানে জীবন উৎসর্গ করে শহীদ হলেন মোট এগারো জন/#  কমলা ভট্টাচার্য (ভাষা আন্দোলনের প্রথম মহিলা শহীদ)

# বীরেন্দ্র সূত্রধর 

# চণ্ডী চরণ সূত্রধর

# সুনীল সরকার 

# শচীন্দ্র পাল

# কানাইলাল নিয়োগী 

# সত্যেন্দ্র দেব

# সুকোমল পুরকায়স্থ 

# কুমুদ রঞ্জন দাস

# হীতেশ বিশ্বাস 

# তরনী দেবনাথ 

 এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ল 

সারা বিশ্বে/রক্তে রাঙা বরাক উপত্যকার লালমাটি থেকেই  ২০শে

মে-র ভোরের সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ল সারা আসামে/

জেগে উঠল আসামের সমস্ত স্তরের 

মানুষজন/বরাক উপত্যকায় জারি

হোল ১৪৪ ধারা/ ওই দিন সন্ধ্যায় আইন অমান্য করে হাজার হাজার মানুষ চেতনার রাজপথে হেঁটে নদী তীরে এসে ১১জন শহীদের শেষ যাত্রায় চিতা জ্বালিয়ে শ্রদ্ধা জানাল/

# ২৪-শে মে ধিক্কার সমাবেশের 

সভাপতি হলেন বিখ্যাত সাহিত্যিক,

সাংবাদিক ও সম্পাদক বিবেকানন্দ 

মুখোপাধ্যায়/পরের দিনই তাঁর কাগজে 'যুগান্তরে'বড় বড় করে ছাপা 

হোলঃ'তাহারা ১১টি প্রাণের অনির্বাণ

প্রদীপ জ্বালাইয়াছে/আমরা সেই 

প্রদীপের আলোয় পথ চিনিয়াছি/'

# ২৩ শে মে প্রায় ৭৫ হাজার নগ্নপদ 

মানুষের মহামিছিল আদি গঙ্গায়

চিতাভস্ম বিসর্জ্জন দিয়ে আলোর 

পথে জানান দিয়ে গিয়েছিল/  

# ২৪ শে মে তারিখের হিন্দুস্থান

 স্ট্যান্ডার্ড সম্পাদকীয়তে লিখলঃ

' স্বাধীন ভারতে এই প্রথম ভাষার 

জন্য মানুষের মৃত্যু ঘটল/'

বিষয়গত দিক দিয়ে এবং জাতিগত দিক দিয়ে,আমরা বাঙালীরা এর সঙ্গে জড়িত----- এর থেকে দুঃখ যেমন আছে,আনন্দই বা কম কিসে?

পূর্ব বঙ্গ ( বাংলাদেশ) আর পশ্চিমবঙ্গ  তথা ভারতবর্ষে বাঙলা ভাষার প্রতিষ্ঠাকল্পে আত্মবলিদানের মাধ্যমে ২১ শে ফেব্রুয়ারীকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"হিসেবে আদায় করে নিতে পেরেছি বিশ্ববাসীর কাছ থেকে,এতেই বা আনন্দ কম কিসের যতই থাক রক্তঝরার হাহাকার/

  বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য ১১জনের যে আত্মবলিদান আজকের পুণ্যদিনে,তা আমাদের নতুন মন্ত্রে উদ্বোধিত করে/মায়ের জঠর থেকে যে ভাষার উৎপত্তি তার প্রতি আমাদের যেমন শ্রদ্ধাশীল থাকা দরকার,তেমনি তার প্রয়োগের দিকেও বিশেষ যত্নবান হওয়া দরকার/বিষয়টি বড়ই দুঃখের,আমাদের এই প্রাণের ভাষা,মুখের ভাষা নিখুঁতভাবে প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেকেই বড় বেশী উদাসীন /সমস্ত  বিপদের আশঙ্কা এখান থেকেই সৃষ্টি হয়,১৯শে মে,বা ২১শে ফেব্রুয়ারী পালনের উদ্দেশ্যও বিঘ্নিত হয়/

# আসুন, আজকের এই পুণ্য দিনে সেই ভাষা শহীদদের প্রতি  আন্তরিক শ্রদ্ধা ও  আভূমি প্রনাম জানাই/

### পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষও এঁদের খবর রাখে না/মিডিয়া ও এ সম্পর্কে নীরব/ এ ইতিহাস জানা থাকলে বাংলার মানুষের কাছে ভাষা চেতনার প্রতীক হতে পারত ২১ শে ফেব্রুয়ারি নয়-    ১৯ শে মে    /

বাংলাভাষার সম্মান রক্ষার জন্য আসুন সবাই হাতে হাত মিলাই/    

সনৎকুমার বটব্যাল

(হরিপদ কেরানী)

সম্পাদক- পৃথ্বী (সাহিত্য পত্রিকা)

২১/১১ তেঘরিয়া, নন্দনকানন 

কলকাতা-৭০০১৫৭, পশ্চিমবঙ্গ 

ভারত ।

No comments