পুরো রাজ্য তথা দেশ জুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন এর চাহিদা। রাজ্যসরকার হিমশিম খাচ্ছে অক্সিজেন এর চাহিদা মেটাতে। আকাল প্রত্যেকটি হাসপাতালে। চাহিদা মতো নেই অক্সিজেন সরবরাহ। এমতাবস্থায় অক্সিজেন এর কালোব…
পুরো রাজ্য তথা দেশ জুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন এর চাহিদা। রাজ্যসরকার হিমশিম খাচ্ছে অক্সিজেন এর চাহিদা মেটাতে। আকাল প্রত্যেকটি হাসপাতালে। চাহিদা মতো নেই অক্সিজেন সরবরাহ। এমতাবস্থায় অক্সিজেন এর কালোবাজারি তুঙ্গে।এই অবস্থা থেকে সামান্য স্বস্তি দিতে এগিয়ে আসলো বিদ্যাসাগর ওয়েলফেয়ার ট্রাস্ট।এই সংস্থার কর্ণধার প্রলয় কুমার দাস বলেন এই সংস্থাটি দুস্থ মেধাবী ছাত্র ছাত্রী দের জন্যে তৈরি, তারা এই ট্রাস্ট এর অধীনে থেকে পড়াশোনা করে। এই করোনা মহামারীর সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই ট্রাস্ট এর ছাত্র ছাত্রীরা নূন্যতম মাত্র অক্সিজেন রিফিলিং এর খরচ নিয়ে প্রায় বিনা খরচে পৌঁছে দেয় অক্সিজেন।এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী। এবং সর্বত ভাবে এই সংস্থার পাশে দাঁড়ানোর অঙ্গীকার ও করেন তিনি।
No comments