Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুকড়াহাটি দুর্গত এলাকা পরিদর্শনে যান আইএনটিটিইউসি রাজ্য সভাপতি বাবলা রায়

যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ করে হলদিয়া মহাকুমার এলাকায় জলমগ্ন হয়েছে। হলদিয়া বিধানসভা বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক জেলার যুব নেতা তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর …

 




যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ করে হলদিয়া মহাকুমার এলাকায় জলমগ্ন হয়েছে। হলদিয়া বিধানসভা বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক জেলার যুব নেতা তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলী নেতৃত্বে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে যুব সংগঠনের কর্মীদের নিয়ে টিম। হলদিয়া বিধানসভা এলাকায় সাত নম্বর ২১,২২,১২  ছাড়াও সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামে রান্না ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন যুব কর্মী ।গতকাল নয়াচরে বহু বানভাসি মানুষদের ত্রিপল এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। আজ সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়া হাটী অঞ্চল এলাকায় পৌঁছে গেলেন যুবক এবং রাজ্য নেতৃত্ব নিয়ে আজগর আলী। গ্রাম পরিদর্শন করেন এবং তিনি জানালেন আমাদের সাধ্যমত মানুষের পাশে রয়েছি। আগামী দিনেও থাকবে এবং জেলা ইরিগেশন দফতরের উদ্যোগে ৯০০ মিটার কাজ শুরু হয়েছে তা প্রায় 50% শেষের পথে এই কাজ দ্রুত শেষ হয় এবং বাকি আরও আড়াই শ মিটার বাঁধ ক্ষতি হয়েছে সেই বাঁধ নির্মাণ করা হয় সেজন্য উর্দ্ধতন নেতৃত্তের কাছে তিনি আবেদন করবেন। সুতাহাটা কুকড়া হাটী অঞ্চল পরিদর্শনে যান

জননেত্রী মমতা বন্দোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়  শেখ আজগর আলি(পল্টু ) সহ সভাপতি,পূর্বমেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসএর নেতৃত্বে  বাবলা রায় চেয়ারম্যান,রাজ্য আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়ন,লোপামুদ্রা দত্ত চৌধুরী(ভাইসচেয়ারম্যান,উত্তর দমদম পৌরসভা) এনাদের উদ্যোগে আজ প্রবল ঘূর্ণিঝড় ইয়াস এ বির্ধস্ত এলাকা কুকড়াহাটি এরিয়াখালিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব গোলাম মুর্তজা,অভিষেক দাস,যশরাজ ব্রম্ভচারী প্রমূখ।

No comments