আজ থেকে হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মানুষকে "যশ" ঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথের নেতৃত্বে তার যুব টিম নিয়ে ভবানীপুর গ্রামের খাল ধারএরিয়ায় পরিদর্শন ক…
আজ থেকে হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মানুষকে "যশ" ঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথের নেতৃত্বে তার যুব টিম নিয়ে ভবানীপুর গ্রামের খাল ধারএরিয়ায় পরিদর্শন করে। এরিয়ার মানুষকে সতর্ক করে তাদের কে নিয়ে এসে ত্রাণ শিবিরের রাখার ব্যবস্থ করছেন।অর্নব দেবনাথ বলেন আমারা আমাদের নেত্রী মমতা দিদি র নির্দেশে সারা বাংলা জুড়ে তৃনমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকে তাদের কে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। তেমনি ভাবে আমাদের সরকার ও মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে।এবং ভবানীপুরএরিয়ার দূর্যোগ মোকাবেলা করার জন্য তৈরী করেছি দূর্যোগ মোকাবিলা টিম।তার এরিয়ার রাস্তা ঘাঠ সচল রাখার জন্য গাছ পড়ে কোন রাস্তা বন্ধ হলে সৈই রাস্তা পরিস্কার করে রাস্তা সচল রাখবে সেই টিম।
No comments