বিডিও সুতাহাটা এবং ওসি সুতাহাটা কে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন অভিশেক দাস এরিয়াখালি নদী বাঁধের বিপদসংকুল এলাকায়। অভিষেক বললেন,আমার এত পরিচিত এই নদীটির ও যে এমন ভয়ঙ্কর একটা রূপ আজ ই প্রথম তা প্রত্যক্ষ করলাম।ঝোড়ো হাওয়া আর মাথার উ…
বিডিও সুতাহাটা এবং ওসি সুতাহাটা কে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন অভিশেক দাস এরিয়াখালি নদী বাঁধের বিপদসংকুল এলাকায়। অভিষেক বললেন,আমার এত পরিচিত এই নদীটির ও যে এমন ভয়ঙ্কর একটা রূপ আজ ই প্রথম তা প্রত্যক্ষ করলাম।
ঝোড়ো হাওয়া আর মাথার উপর বর্ষা। ক্ষিপ্র ষাঁড়ের মতো নদীর জল আছাড় খেয়ে এসে পড়ছে তীরে। আর তীরের মাটি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য প্রাণ পন লড়ে যাচ্ছে।
সঙ্গে থাকা জনৈক আধিকারিক বলে উঠলেন আমার জীবনে এমন অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা আগে ঘটেনি।
আমি বললাম,সাহেব আমাদের মাথার উপরে ও বিপদ দেখুন বিদ্যুতের তার গাছের ডালের সঙ্গে লড়াই করছে এর মধ্যে কোন একটা যদি নিচে এসে পড়ে তো কাল খবর যাবে।
No comments