অাসন্ন ইয়াস দুর্যোগের ভ্রুকুটি কে সামনে রেখে কাঁথি পৌরসভার ১,২,৩,৪,৫,৬,৭,৮ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ঝুপড়ী বাসীদের অাশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করণের অাশু পরিকল্পনা গ্রহণের লক্ষে অাজ এলাকা পরিদর্শন করেন কাঁথি পৌরসভার প্রশাসকমন…
অাসন্ন ইয়াস দুর্যোগের ভ্রুকুটি কে সামনে রেখে কাঁথি পৌরসভার ১,২,৩,৪,৫,৬,৭,৮ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ঝুপড়ী বাসীদের অাশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করণের অাশু পরিকল্পনা গ্রহণের লক্ষে অাজ এলাকা পরিদর্শন করেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্যবৃন্দ যথাক্রমে মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, হাবিবুর রহমান ও রত্নদীপ মান্না প্রমুখ। কাঁথি পৌর প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন জানান পরিদর্শক টীম অারো কয়েকটি অাশ্রয় কেন্দ্র গড়ে তোলা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন। বিশেষ করে দারুয়া এলাকায় কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা র পাশাপাশি কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলে অতিরিক্ত অাশ্রয় কেন্দ্র গড়ে তোলা উচিত বলে অভিমত প্রকাশ করেন পরিদর্শক টীম। অপরদিকে পদ্মপুকুরিয়া সহ পশ্চিম প্রান্তের ওয়ার্ড সমূহের জন্য কাঁথি প্রভাত কুমার কলেজের সাথে কাঁথি রাখাল চন্দ্র বিদ্যাপীঠে অাশ্রয় কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। অপরদিকে সেরপুর তেলেঙ্গানাবাড়,সেরপুর এতওয়াড়ীবাড় ইত্যাদি এলাকার জন্য কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যাভবনে অাশ্রয়কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন পৌর প্রশাসকমন্ডলী।বাংলা অাবাস যোজনার প্রথম কিস্তি পাওয়ার পর যারা পরবর্তী কিস্তি না পাওয়ায় বাড়ী তৈরী করতে পারেননি তাদের অবিলম্বে ত্রিপল দেওয়া প্রয়োজন। তাছাড়া অবিলম্বে খাদ্য সামগ্রী প্রদান করা একান্ত অাবশ্যক।তাছাড়া কোভিড পরিস্থিতিতে অাশ্রয় কেন্দ্র না বাড়ালে করোনা সংক্রমণের অাশঙ্কা থেকে যাবে।কাঁথি পৌর এলাকায় অতিরিক্ত অাশ্রয় কেন্দ্র স্হাপন ও ত্রিপল সহ অন্যান্য ত্রাণসামগ্রী বরাদ্দের দাবীতে পৌর প্রশাসকমন্ডলী র পক্ষ থেকে রাজ্য সরকারের দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরি কে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে বলে জানান মামুদ হোসেন। সেই সাথে জেলাশাসক ও মহকুমাশাসক কে এই মর্মে বার্তা প্রেরণ করা হয়েছে।
No comments