Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যশের" মুখে পৌরসভার দায়িত্ব বন্টন

হলদিয়া পৌরসভার পৌরপ্রধান সুধাংশু  শেখর মন্ডল পৌর পরিষদের দপ্তর বন্টন করলেন। পৌরবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে দপ্তর বন্টন না হওয়ায় পৌর পরিষেবা গতি শ্লথ হয়ে গিয়েছিল ।পৌর পরিষদ দপ্তর বন্টন করলেন পৌর প্রধান সুধাংশু শেখর মন্ডল। প্…

 






 হলদিয়া পৌরসভার পৌরপ্রধান সুধাংশু  শেখর মন্ডল পৌর পরিষদের দপ্তর বন্টন করলেন। পৌরবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে দপ্তর বন্টন না হওয়ায় পৌর পরিষেবা গতি শ্লথ হয়ে গিয়েছিল ।পৌর পরিষদ দপ্তর বন্টন করলেন পৌর প্রধান সুধাংশু শেখর মন্ডল। প্রসঙ্গত ২০১৭ মা মাটি মানুষের সরকারের হলদিয়া পৌরসভার ক্ষমতায় এসেছিলেন ।তার  চেয়ারম্যান  ছিলেন শ্যামল কুমার আদক। সেই সময় পৌর পরিষদ হিসেবে আজগর আলী (জল দপ্তর),বিকাশ জানা (অর্থ), আজিজুর রহমান (স্বাস্থ্য) ,জয়ন্তি দণ্ড পাঠ (শিক্ষা), নারায়ণ চন্দ্র প্রামাণিক (পূর্ত), স্বপন নস্কর (বিদ্যুৎ)এবং সুধাংশু শেখর মন্ডল ভাইস চেয়ারম্যান ছিলেন। গত ৫ ই জানুয়ারি তিনি পদত্যাগ করলেন তারপরেই চেয়ারম্যান নির্বাচিত হলেন গত বোর্ডের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে সুধাংশু শেখর মন্ডল এবং ভাইস চেয়ারম্যান হলেন নারায়ন চন্দ্র প্রামাণিক। গতবারের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে ছিলেন  আজিজুর রহমান তিনি দায়িত্ব পেলেন (জল) দপ্তরের । জল দপ্তরের দায়িত্বে ছিলেন আজগর আলী (পল্টু) এবারে  পূর্ত দপ্তরের দায়িত্ব পেলেন।   বিগত চেয়ারম্যানের সময়  অর্থ দপ্তরে ছিলেন এবারও অর্থ দপ্তর পেলেন বিকাশ জানা।  স্বপন নস্কর (বিদ্যুৎ) দপ্তরে ছিলেন  পূনরায় তিনি বিদ্যুৎ দপ্তরে থাকলেন। আগে ছিলেন শিক্ষা দপ্তর আবার তিনি পেলেন জয়ন্তি দণ্ড পাট। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গোপাল দাস কে।চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল বললেন নির্বাচনের জন্য আমরা দপ্তর বন্টন করতে পারিনি। দেরি হলেও আমাদের পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদবর্গ একযোগেই আমরা কাজকর্ম করছি। সামনের ঘূর্ণিঝড়" যশ" মোকাবেলায় প্রত্যেকটি কাউন্সিলর প্রতিটি ওয়ার্ডে দায়িত্বশীল হয়ে কাজ করছেন।




No comments