জলনিকাশীর জন্য পাঁশকুড়া তে রাস্তা কেটে ক্যানেলের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু হলেও, মাঝপথে স্থানীয়রা বাধা দেয়.আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করতে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বালিডাংরী তমলুক পোলের কাছে মাইতি পাড়ার সন্নিকটে …
জলনিকাশীর জন্য পাঁশকুড়া তে রাস্তা কেটে ক্যানেলের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু হলেও, মাঝপথে স্থানীয়রা বাধা দেয়.আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করতে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বালিডাংরী তমলুক পোলের কাছে মাইতি পাড়ার সন্নিকটে জলনিকাশীর জন্য রাস্তা কেটে ক্যানেলের সঙ্গে সংযুক্ত করে ,ওই ক্যানেল দিয়ে জল পাস করানোর কাজ শুরু হয়েছিল। এলাকাবাসীর বাধা দেওয়ার কারণে মাঝপথেই কাজ বন্ধ করতে বাধ্য হয় পৌর কর্তপক্ষ।মঙ্গলবার সকালে ওই এলাকা
পরিদর্শনে যান রেলের আধিকারিক,পৌরসভার চেয়ারম্যান,ও পাঁশকুড়া থানার আই সি।
পাঁশকুড়া পৌরসভাতে যশের শেষ প্রস্তুতি ঘুরে দেখলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পৌরসভার চেয়ারম্যান
No comments